কোচবিহার ট্রফিতে বল হাতে নজর কাড়লেন রাহুল দ্রাবিড়পুত্র সমিত, ভাইরাল হল ভিডিও

কোচবিহার ট্রফিতে বল হাতে নজর কাড়লেন রাহুল দ্রাবিড়পুত্র সমিত, ভাইরাল হল ভিডিও
নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের সঙ্গে আফগানিস্তান সিরিজ়ের জন্য জয়ের পরিকল্পনা তৈরি করতে ব্যস্ত রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। একদিকে যেখানে দলের কোচ জাতীয় দলের কাজে ব্যস্ত। সেখানে তাঁর পুত্র সমিত দ্রাবিড় ব্যস্ত কোচবিহার ট্রফির (Cooch Behar Trophy) ম্যাচ খেলতে। জাতীয় স্তরের অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাহুল দ্রাবিড়পুত্র সমিত দ্রাবিড় (Samit Dravid) আর সেই ম্যাচেরই এক ভিডিও বর্তমানে ভাইরাল।

অলরাউন্ডার সমিত দ্রাবিড় কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন। সেখানে তাঁর বল করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নিজের প্রথম স্পেলে সমিত ১০ ওভার বল করে ৪১ রান খরচ করেন। তবে দ্বিতীয় স্পেলে দুইটি উইকেট নেন সমিত দ্রাবিড়।

মোট ১৯ ওভার বল করে কর্ণাটকের তরুণ মিডিয়াম ফাস্ট বোলার ৬০ রান খরচ করে দুই উইকেট নেন। দুইটি মেডেন ওভারও বল করেন তিনি। ম্যাচে কর্ণাটক টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ার পর মুম্বইকে ৩৮০ রানে অল আউট করে দেয়। সমিত অলরাউন্ডার হিসাবে নিজের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ নজর কেড়েছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ১৫৯ বলে তিনি ৯৮ রানের ইনিংস খেলেছিলেন সমিত। এই গোটা মরশুমে সাত ম্যাচে মোট ৩৪০ রান করেছেন সমিত। তিনটি অর্ধশতরানও করেছেন তিনি। ১৮ বছর বয়সি তরুণ বল হাতে তিন উইকেট নিয়েছেন।

তিনি ভারতীয় দলের কোচ হতে পারেন, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় জানান তিনি কিন্তু নিজের ছেলেকে কোচিং করানো থেকে বিরত থাকেন। বাবা এবং কোচ, দুই ভূমিকা একসঙ্গে পালন করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘সমিতকে তো আমি কোচিং করানোর চেষ্টাই করিনা। পিতামাতা এবং কোচ, দুই ভূমিকা একসঙ্গে পালন করাটা খুবই কঠিন। তাই আমি ওর বাবা ভূমিকাটাই পালন করার চেষ্টা করছি। সেটাতেও আদৌ কতটা কী করতে পারছি, তা নিয়ে সন্দেহ রয়েছে আমার।’

(Feed Source: abplive.com)