TV Actress Wedding: ‘কাইজার’-খ্যাত অভিনেতার সঙ্গে গোপনে বিয়ে! সুখবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী অর্ষা…

TV Actress Wedding: ‘কাইজার’-খ্যাত অভিনেতার সঙ্গে গোপনে বিয়ে! সুখবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী অর্ষা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ২০২৩ সালেই বিয়ে করেন অভিনেত্রী কিন্তু সেই খবর কাকপক্ষীতেও টের পায়নি। এতদিন খবরটি প্রকাশ না করলেও নতুন বছরে এসে বিয়ের খবর শেয়ার করলেন অভিনেত্রী। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন অর্ষা। ক্যাপশনে লেখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’

কাকে বিয়ে করলেন অভিনেত্রী? অর্ষা নিজেই জানালেন তিনি বিয়ে করেছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে। জানা গেছে, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।

বাংলাদেশের ওয়েব ফিল্ম ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে৷ এবার পর্দার চরিত্রের মতোই বাস্তব জীবনেও স্বামী-স্ত্রী হলেন তাঁরা। রিয়ালিটি শোয়ের মাধ্যামে অভিনয় জগতে পা রাখলেন নাজিয়া হক অর্ষা।এরপরেই ছোটপর্দায় একের পর এক নাটকে কাজ করেছেন তিনি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন।

‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের কেরিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাঁকে। অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহানগর’, ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

(Feed Source: zeenews.com)