মশালে পুড়ে খাক নৌকা! মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

মশালে পুড়ে খাক নৌকা! মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

Mohun Bagan Super Giant vs East Bengal Highlights: অদম্য লড়াই, নাছোড়বান্দা মনোভাব, নিখুঁত স্ট্র্যাটেজি আর বুকে একরাশ সাহস – তাতে ভর করে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পৌঁছে গেল সুপার কাপের সেমিফাইনালে। আর আজকের জয়টা ইস্টবেঙ্গলের কাছে নিছকই একটা কলকাতা ডার্বি জয় নয়, এই জয়টা পুরো দুনিয়ারকাছে ইস্টবেঙ্গলের একটা বার্তা – সময় খারাপ যেতে পারে, ফর্ম খারাপ যেতে পারে, কিন্তু লাল-হলুদ মশাল কখনও পুরোপুরি নিভে যায় না। সেটা বুকের মধ্যে জ্বলে। আগুনের একটু শিখা পড়লেই সেটা আবার দাউদাউ করে জ্বলে উঠবে। আর সেই আগুনে পুড়ে খাক হয়ে যাবে বিপক্ষ দল। আর সেই আগুনের শিখা হিসেবে যে কার্লেস কুয়াদ্রাত কাজ করেছেন, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাঁর তত্ত্বাবধানে কীভাবে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল, সেটার হাইলাইটস দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

19 Jan 2024, 09:31:31 PM IST

মশালে পুড়ে খাক নৌকা! মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

লাল-হলুদ মশালে পুড়ে খাক হয়ে গেল পালতোলা নৌকা। মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ০-১ থেকে ৩-১ গোলে জিতলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। জোড়া গোল করেন ক্লেইটন সিলভা। একটি গোল করেন নন্দকুমার।

19 Jan 2024, 09:26:38 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ডবল সেভ আর্শের, মোহনবাগানকে ছিঁড়ে খাচ্ছে ইস্টবেঙ্গল

৯০+১ মিনিট: ডবল সেভ মোহনবাগান গোলকিপার আর্শের। বক্সের মধ্যে ঢুকে এসে শট বিষ্ণুর। যা বাঁচিয়ে দেন আর্শ। ফিরতি বলে গোল করার চেষ্টা অজয় ছেত্রীর। সেটাও কিছুটা রুখে দেন আর্শ। তারপর বারপোস্টে লেগে বেরিয়ে যায় বল।

19 Jan 2024, 09:23:05 PM IST

Mohun Bagan vs East Bengal Live: পেত্রাতোসের নিখুঁত ফ্রি-কিক, পায়ে ঠেকাতে পারলেন না কেউ

৯০ মিনিট: কেউ একটা পা ঠেকাতে পারলেই গোল ছিল মোহনবাগানের। বক্সের বাইরে ডানপ্রান্তে ফাউল নিশু কুমারের। একেবারে নিখুঁত ফ্রি-কিক দিমিত্রি পেত্রাতোসের। কিন্তু হেক্টর ইউস্তে বা কেউ পা ঠেকাতে পারলেন না।

19 Jan 2024, 09:20:50 PM IST

Mohun Bagan vs East Bengal Live: আর্শের দুর্দান্ত সেভ, চতুর্থ গোল পেল না ইস্টবেঙ্গল

৮৫ মিনিট: আগেরার যে ভুল করেছিলেন আর্শ, সেটার প্রায়শ্চিত করলেন। কিন্তু মাঠে নেমেই স্কিল দেখালেন বিষ্ণু। গতিতে উঠে কাট-ইন করে মোহনবাগানের বক্সে ঢুকে যান। তারপর গোলের উদ্দেশে শট। প্রথম পোস্টে দুর্দান্ত সেভ। কর্নার ইস্টবেঙ্গলের। সেখান থেকেও প্রায় গোল করে ফেলছিল ইস্টবেঙ্গল। তবে বেঁচে গেল ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 09:13:56 PM IST

Mohun Bagan vs East Bengal Live: জঘন্য ভুল গোলকিপারের, তৃতীয় গোল ইস্টবেঙ্গলের, মশালে পুড়ে খাক নৌকা!

৮০ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল ইস্টবেঙ্গলের। কলিঙ্গ স্টেডিয়ামে জ্বলছে লাল-হলুদ মশাল। জঘন্য ভুল মোহনবাগান গোলকিপারের। আর সেই ভুলের সুযোগ নিয়ে গোল করে গেলেন ক্লেইটন সিলভা। ডানপ্রান্ত থেকে মোহনবাগান বক্সের মধ্যে থাকা হিজাজিকে লক্ষ্য করে ক্রস। আহামরি হেডার নয়। সহজেই বলটা ধরে নেওয়ার কথা ছিল মোহনবাগান গোলকিপারের। কিন্তু বলটা ফস্কে দেন। তার সুযোগসন্ধানীর মতো গোল করে যান ক্লেইটন। মোহনবাগান সুপার জায়ান্ট ১-৩ ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 09:06:58 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ১৬ মিনিটে ২ গোল চাই মোহনবাগানের

৭৪ মিনিট: আপাতত ম্যাচের যা অবস্থা, তাতে এরকমভাবেই ম্যাচ শেষ হলে গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। এমনকী মোহনবাগান একটি গোল করলেও কার্লেস কুয়াদ্রাতদের অসুবিধা হলে না। ২-২ ফল হলেও সেমিফাইনালে চলে যাবে। অর্থাৎ শেষ ১৬ মিনিটে কমপক্ষে দু’গোল করতে হবে মোহনবাগানকে।

19 Jan 2024, 09:05:01 PM IST

Mohun Bagan vs East Bengal Live: নাসিরির আক্রমণ, লাভ হল না মোহনবাগানের

৭১ মিনিট: ডানপ্রান্ত থেকে আক্রমণ কিয়ান নাসিরির। ডানপ্রাপ্ত থেকে বক্সের মধ্যে ক্রস দেওয়ার চেষ্টা তাঁর। কিন্তু বল ক্লিয়ার করে দিন ইস্টবেঙ্গল। আজ ইস্টবেঙ্গল যেন দুর্ভেদ্য হয়ে উঠেছে। হিজাজি ভালো খেলছেন। নিশু কুমার প্রায় প্রতিটি শট ব্লক করে দিচ্ছেন।

19 Jan 2024, 08:55:53 PM IST

Mohun Bagan vs East Bengal Live: জঘন্য ভুল বাগান ডিফেন্সের, ২-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

৬৩ মিনিট: জঘন্য ভুল রবি রানার। আর সেই ভুলের ফায়দা নিয়ে গেল ইস্টবেঙ্গল। গোওওওওওওওল ইস্টবেঙ্গলের। মোহনবাগান সুপার জায়ান্ট ১-২ ইস্টবেঙ্গল। প্রভসুখন গিল একটা লম্বা বল বাড়ান। বলটা মাঝমাঠ থেকে ইস্টবেঙ্গলের ডানপ্রান্তের দিকে বলটা যায়। মোহনবাগানের খেলোয়াড় রবির পায়ে বলটা। তাঁর পিছনে আসছিলেন বোরহা। ভয়াবহ ভুল করে বোরহাকে ঠিক বক্সের মাথায় বলটা তুলে দেন। গোললাইন ছেড়ে এগিয়ে আসেন মোহনবাগান গোলকিপার। কোণ ছোট করে দেন। বোরহার শট বারপোস্টে লাগে। ফিরতি বলে গোল করে বেরিয়ে যান নন্দকুমার।

19 Jan 2024, 08:50:41 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ভালো আক্রমণ পেত্রাতোসের, সুযোগ নষ্ট রবির

৫৭ মিনিট: দিমিত্রি পেত্রাতোস একটা ভালো আক্রমণে উঠে এলেন। ইস্টবেঙ্গল বক্সের সামনে গিয়ে বাঁ-দিকে বল বাড়ালেন রবি রানাকে। কিন্তু তাঁর প্রথম টাচটা বাজে ছিল। আরও বাজে ক্রস। গোলকিক ইস্টবেঙ্গল। সাইড নেটে বল লাগল।

19 Jan 2024, 08:44:58 PM IST

Mohun Bagan vs East Bengal Live: কখন মাঠে নামবেন কামিন্স?

৫১ মিনিট: গোল চাই মোহনবাগান সুপার জায়ান্টের। আর সেজন্য জেসন কামিন্স যে মাঠে নামবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যে ওয়ার্ম-আপ শুরু করেছেন। কিন্তু তাঁকে কখন নামাবেন মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা, সেটাই দেখার বিষয়।

19 Jan 2024, 08:38:52 PM IST

Mohun Bagan vs East Bengal Live: শুরু দ্বিতীয়ার্ধ, কে শেষ হাসি হাসবে?

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। আপাতত যা পরিস্থিতি, তাতে স্কোরলাইন এরকম থাকলে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। ছিটকে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। ৪৫ মিনিটের উপর নির্ভর করছে যে কলকাতার কোন দল সেমিফাইনালে যাবে।

19 Jan 2024, 08:31:20 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ইস্টবেঙ্গল কি পেনাল্টি থেকে বঞ্চিত হল?

ইস্টবেঙ্গল কি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে? নিশ্চিতভাবে হ্যাঁ অথবা না বলা দুষ্কর। ফিফটি-ফিফটি কল ছিল। অভিষেক যে পা বাড়িয়েছিলেন এবং নন্দকুমারের সঙ্গে টাচ হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তা নন্দকুমারের পড়ে যাওয়ার মতো ছিল না বলে মনে করেছেন রেফারি। তাই পেনাল্টি দেননি। অন্য কেউ হলে দিতেও পারতেন।

19 Jan 2024, 08:23:08 PM IST

Mohun Bagan vs East Bengal Live: প্রথমার্ধের একেবারে শেষে পেনাল্টি মিস বাগানের, প্রথমার্ধে ১-১

৪৫ মিনিট+৫: পেনাল্টি ফস্কে দিলেন দিমিত্রি পেত্রাতোস। প্রাথমিকভাবে তিনি যখন পেনাল্টি নেন পেত্রাতোস, তখন প্রভসুখন গিলের ডানদিক দিয়ে বলটা জড়িয়ে দেন। শটটা এতটাই জোরে ছিল যে গিলের হাত লাগলেও জালে জড়িয়ে যায়। কিন্তু গোল হয়নি। পেত্রাতোসকে ফের পেনাল্টি নিতে হয়। কারণ তিনি শট নেওয়ার আগেই পেনাল্টি বক্সে ঢুকে পড়েন কয়েকজন। লাইফলাইন পায় ইস্টবেঙ্গল। আর চাপের মুখে দ্বিতীয়বার জোরে শট মারেন অস্ট্রেলিয়ান। ডানদিকের টপ-কর্নার লক্ষ্য করেন। তিনি বারপোস্টে প্রতিহত হয়ে যায় শট। ফিরতি বলে আর্মান্দো সাদিকু শট নেওয়ার চেষ্টা করেন। লাভ হয়নি। বলটা বেরিয়ে যায়। সেইসঙ্গে প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজানো হয়। ১-১ গোলে শেষ হল প্রথমার্ধ।

19 Jan 2024, 08:22:10 PM IST

Mohun Bagan vs East Bengal Live: পেনাল্টি পেল মোহনবাগান!

৪৫ মিনিট+৩: পেনাল্টি পেল মোহনবাগান! গতিতে বেরিয়ে যাচ্ছিলেন কিয়ান। তাঁর গতির কাছে ছিটকে যায় ইস্টবেঙ্গল ডিফেন্স। তাঁকে ধরতে আসার আগে বক্সের মধ্যে পড়ে যান হিজাজি। কিয়ানের শট তাঁর হাতে লাগে। পেনাল্টি লাগে।

19 Jan 2024, 08:15:49 PM IST

Mohun Bagan vs East Bengal Live: দুরূহ কোণ থেকে রকেট শট ক্লেইটনের, লক্ষ্যভ্রষ্ট

৪১ মিনিট: নিজেদের অর্ধ থেকে উঠে এসে আক্রমণে হিজাজি। দারুণ ‘রান’। মোহনবাগান বক্সের মাথায় সিভেরিওকে পাস দেন। যিনি নিজের ডানদিকে ক্লেইটন সিলভাকে বল বাড়ান। দুরূহ কোণ হলেও শট নেন ক্লেইটন। যিনি আত্মিশ্বাসে ফুটছেন। তবে শেষপর্যন্ত লাভ হয়নি। লক্ষ্যভ্রষ্ট।

19 Jan 2024, 08:13:34 PM IST

Mohun Bagan vs East Bengal Live: অভিষেকের দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট

৪০ মিনিট: আবার আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট। কর্নার পেল। শর্ট কর্নার। কিছুটা বল নিয়ে কাড়াকাড়ি হওয়ার পর দূরপাল্লার শট অভিষেকের। ভুবনেশ্বরে তিনি যে শট মারলেন, তা সম্ভবত মেদিনীপুর দিয়ে উড়ে গেল।

19 Jan 2024, 08:11:31 PM IST

Mohun Bagan vs East Bengal Live: হুগোকে ফাউল, হলুদ কার্ড ক্রেসপোকে

৩৮ মিনিট: হুগো বৌমাসকে ফাউল ক্রেসপোর। হলুদ কার্ড দেখলেন তিনি। তার আগে ইস্টবেঙ্গল কর্নার পায়। সেটা থেকে ফের মোহনবাগানের উপর চাপ তৈরির সুযোগ পায়। তবে বক্সের মধ্যে ফাউল করেন সিভেরিও। তার জেরে চাপমুক্ত হয়ে যায় মোহনবাগান ডিফেন্স।

19 Jan 2024, 08:08:10 PM IST

Mohun Bagan vs East Bengal Live: দুর্দান্ত সেটপিস ইস্টবেঙ্গলের, একচুলের জন্য গোল পেল না

৩৩ মিনিট: সৌভিক চক্রবর্তীকে ফাউল গ্লেন মার্টিন্সের। হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের খেলোয়াড়। আর ফ্রি-কিক থেকে আবারও ম্যাজিক ক্লেইটন সিলভার। দুর্দান্ত সেটপিস। বক্সের মধ্যে ক্রস ইস্টবেঙ্গল ক্যাপ্টেনের। হেড করে বলটা গোলের মাঝখানের দিকে পাঠানোর চেষ্টা করেন সিভেরিও। নন্দকুমার কিছুটা ধন্দে পড়ে যান যে মাথা দিয়ে বলটা ঠেকাবেন নাকি পায়ে দিয়ে। শেষপর্যন্ত পায়ের পথে হাঁটেন। অল্পের জন্য টাচ হল না। বরাতজোরে বেঁচে গেল মোহনবাগান। নন্দকুমারের কাছে বলটা আসার আগে সম্ভবত হামিলের ছোঁয়া লেগেছিল। যা নন্দকুমারের কাজটা কঠিন করে দেয়।

19 Jan 2024, 08:05:12 PM IST

Mohun Bagan vs East Bengal Live: পেনাল্টি ইস্টবেঙ্গলের??? দিলেন না রেফারি

২৯ মিনিট: মোহনবাগান বক্সের মধ্যে পড়ে গেলেন নন্দকুমার। পেনাল্টি???? না, রেফারি দিলেন না। ড্রিবলিং করে বক্সের মধ্যে জায়গা তৈরির চেষ্টা নন্দকুমারের। তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন সামান্য টাচ অভিষেকের। পড়ে যান নন্দকুমার। পেনাল্টি দিলেন না রেফারি। ক্ষিপ্ত ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 08:04:27 PM IST

Mohun Bagan vs East Bengal Live: দিমিত্রি বাজে ফ্রি-কিক সহজে ক্লিয়ারেন্স

২৭ মিনিট: গোল খেয়ে আবারও আক্রমণে মোহনবাগান। ডানপ্রান্তে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের বাইরে কিয়ান নাসিরিকে ফাউল। ফ্রি-কিক মোহনবাগানের। বাজে ক্রস দিমিত্রি পেত্রাতোসের। সহজে ক্লিয়ার করল ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 07:57:10 PM IST

MBSG vs EB LIVE: ৪ মিনিটের মধ্যে গোলশোধ ইস্টবেঙ্গলের! কাঁপিয়ে দিল বাগানের নেট

২৪ মিনিট: খোঁচা খাওয়া বাঘ কেন বলা হয় ইস্টবেঙ্গলকে, সেই প্রমাণ আবারও দিল। গোল হজম করার পাঁচ মিনিটের মধ্যেই গোল শোধ করে দিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে ডানপায়ে দুর্দান্ত শট ক্লেইটন সিলভার। বল আছড়ে পড়ল মোহনবাগানের জালে। যেখানে বলটা আছড়ে পড়ল, সেটা ছিঁড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। গোলার মতো শট। লাগাতার চাপের ফল পেল ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্ট ১-১ ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 07:53:08 PM IST

Mohun Bagan vs East Bengal Live: গোল খেয়েই নড়েচড়ে উঠল ইস্টবেঙ্গল, লাগল পোস্টে

২০ মিনিট: গোল খেয়েই নড়েচড়ে উঠল ইস্টবেঙ্গল। মোহনবাগান বক্সের মধ্যে ঢুকে যায় ইস্টবেঙ্গল। ডানদিকে বক্সের মাথায় পড়ে গিয়েও বল বাড়িয়ে দেন সৌভিক চক্রবর্তী। শট বোরহার। বারপোস্টে লেগে ফিরে এল। তারপর নন্দকুমার ঠিকমতো শট নিতে পারলেন না।

19 Jan 2024, 07:50:57 PM IST

Mohun Bagan vs East Bengal Live: গোওওওওল মোহনবাগানের! সুন্দর টাচে ছুটল নৌকা

১৯ মিনিট: গোওওওওওওওওওওওওল মোহনবাগানের! লাগাতার চাপের ফসল পেল। গোল করলেন করেন হেক্টর ইউস্তে। পরপর কয়েকটি কর্নার পায় মোহনবাগান। শেষটা নেন দিমিত্রি পেত্রাতোস। সেই কর্নারে একেবারে সামান্য ফ্লি করেন ইউস্তে। সুন্দর ফ্লিক। ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে গেল। মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 07:49:47 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ডানপ্রান্ত থেকে আক্রমণ নাসিরির

১৬ মিনিট: ডানপ্রান্ত থেকে ফের আক্রমণে কিয়ান নাসিরি। নিজেদের অর্ধ থেকে নাসিরিকে উদ্দেশ্য করে ডায়গনাল বল। নিশু কুমার বলটা ধরতে গিয়ে পড়ে গেলেন। একা বল নিয়ে দাঁড়িয়ে থাকলেন নাসিরি। কিন্তু এত ঢিমেতালে চললেন যে নিশু উঠে চলে এলেন। কিয়ানের ক্রস ব্লক করে দিলেন নিশু।

19 Jan 2024, 07:46:31 PM IST

Mohun Bagan vs East Bengal Live: আরও ১টা ভালো আক্রমণ  মোহনবাগানের, মিলল কর্নারও

১৩ মিনিট: কর্নার পেল মোহনবাগান। ডানপ্রান্ত থেকে ইস্টবেঙ্গল বক্সের দিকে বল উড়ে এল। লক্ষ্য মাঝে দাঁড়িয়ে আর্মান্দো সাদিকু। তাঁর প্রথম টাচটা ভালো হল না। ফলে চকিতে টার্ন নিয়ে গোলের উদ্দেশে শট মারতে পারলেন না। তবে দ্বিতীয় পোস্টে বলটা পেলেন দিমিত্রি পেত্রোতোস। কিছুটা সময় নিয়ে তাঁর শট। ব্লক ইস্টবেঙ্গলের। কর্নার মোহনবাগানের। তবে গোল পেল না মোহনবাগান।

19 Jan 2024, 07:41:46 PM IST

Mohun Bagan vs East Bengal Live: মোহনবাগান গোলকিপারের ভুল, তবে বেঁচে গেল বাগান

৮ মিনিট: মাঝমাঠ থেকে আক্রমণে ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। ব্যাকহিল করলেন। তবে আহামরি পাস ছিল না। তাও ইস্টবেঙ্গল সতীর্থের কাছে গেল। বক্সের বাইরে থেকে রেগুলেশন শট। কিন্তু বলটা ঠিকভাবে ধরতে পারেননি মোহনবাগানের গোলকিপার। বলটা গোলের সামনে পড়ে যায়। দৌড়ে এসে ক্লিয়ার করে দেন অভিষেক। কর্নার ইস্টবেঙ্গলের। তবে লাভ হল না।

19 Jan 2024, 07:40:00 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ইস্টবেঙ্গল বক্সে ক্রস হুগোর, ক্লিয়ার হিজাজির

৫ মিনিট: ইস্টবেঙ্গলের বক্সের মধ্যে ক্রস হুগো বৌমাসের। পেনাল্টি এলাকার কাছে ক্রস। তবে সহজে ক্লিয়ার করে দিলেন হিজাজি মাহের। জোরদার হেডার।

19 Jan 2024, 07:34:47 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ২ মিনিটেই ইস্টবেঙ্গলের জালে বল ঢোকাল মোহনবাগান

২ মিনিট: দু’মিনিটেই ইস্টবেঙ্গলের জালে বল ঢুকিয়ে দিলেন মোহনবাগানের আর্মান্দো সাদিকু। বিপজ্জনক আক্রমণ মোহনবাগানের। ইস্টবেঙ্গলের রক্ষণে জটলার মধ্যে থেকে জালে বল জড়িয়ে দিলেন। সেলিব্রেশনে মেতে ওঠার আগেই ফ্ল্যাগ তুলে দিলেন লাইন্সম্যান। অফসাইড। সাদিকু অসন্তোষ প্রকাশ করলেও রিপ্লেতে দেখা গেল যে সামান্য অফসাইড ছিলেন।

19 Jan 2024, 07:33:44 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ইতিবাচক শুরু মোহনবাগানের

১ মিনিট: ডানদিক থেকে আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ইস্টবেঙ্গল ডিফেন্সে আটকে গেল। ইতিবাচক শুরু মোহনবাগান সুপার জায়ান্টের। শেষপর্যন্ত বলটা বের করে দিল ইস্টবেঙ্গল।

19 Jan 2024, 07:31:20 PM IST

MBSG vs EB LIVE: অ্য়াডভান্টেজ ইস্টবেঙ্গল, চাপে মোহনবাগান, কলিঙ্গে শুরু মহারণ

কিক-অফ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। শুরু হল কলিঙ্গ সুপার কাপের মহারণ। মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। ড্র করলেই সেমিফাইনালে উঠে যাবে ইস্টবেঙ্গল। জিততেই হবে মোহনবাগানকে।

19 Jan 2024, 07:21:08 PM IST

Mohun Bagan vs East Bengal Live: সুপার কাপের সেমিফাইনালের সূচি

১) প্রথম সেমিফাইনাল: ইস্টবেঙ্গল/মোহনবাগান সুপার জায়ান্ট বনাম গ্রুপ ‘বি’ জয়ী, ২৪ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।২) দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘সি জয়ী বনাম গ্রুপ ‘ডি’ জয়ী, ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।

19 Jan 2024, 07:13:34 PM IST

Mohun Bagan vs East Bengal Live: আপাতত ISL-এ মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পারফরম্যান্স কেমন?

আপাতত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১০টি ম্যাচ খেলেছে। হেরেছে ছ’টি ম্যাচে। একটি ম্যাচে ড্র করেছে। তিনটি ম্যাচে হেরে গিয়েছে। পয়েন্ট ১৯। সেখানে আট নম্বরে আছে ইস্টবেঙ্গল। ১০টি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচে জিতেছে। পাঁচটি ম্যাচে ড্র করেছে। তিনটি ম্যাচে হেরেছে। পয়েন্ট ১১।

19 Jan 2024, 07:04:15 PM IST

Mohun Bagan vs East Bengal Live: কলিঙ্গ সুপার কাপের গ্রুপ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অবস্থান কেমন?

আপাতত কলিঙ্গ সুপার কাপের গ্রুপ ‘এ’-র শীর্ষে আছে ইস্টবেঙ্গল। দুটি ম্যাচে খেলেছে। দুটি ম্যাচেই জিতেছে। পয়েন্ট ছয়। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টও দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই জিতেছে পয়েন্ট ছয়। দু’দলের গোলপার্থক্যও একই (২)। কিন্তু ইস্টবেঙ্গল বেশি গোল করায় পয়েন্ট টেবিলে এগিয়ে আছে। আর সেটার জন্য আজ ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে।

19 Jan 2024, 06:55:19 PM IST

Mohun Bagan vs East Bengal Live: বেঞ্চে ঠাঁই কামিন্সের, ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কারা?

রাজ বাসফোর, ব্র্যান্ডন হামিল (অধিনায়ক), দিমিত্রি পেত্রাতোম, হুগো বৌমাস, অভিষেক, কিয়ান নাসিরি, হেক্টর ইউস্তে, আর্শদীপ, গ্লেন মার্টিন্স, আশিস রাই এবং আর্মান্দো সাদিকু। জেসন কামিন্সকে বেঞ্চে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্টস।

19 Jan 2024, 06:50:20 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ইস্টবেঙ্গলের প্রথম একাদশ ঘোষণা, কে কে আছেন?

প্রভসুখন গিল (গোলকিপার),মহম্মদ রাকিপ, জোস আন্তোনিয়ো পারদো, হিজাজি মাহের, নিশু কুমার, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা, নন্দকুমার, ক্লেইটন সিলভা (অধিনায়ক) এবং জাভিয়ের সিভেরিও।

19 Jan 2024, 06:45:47 PM IST

Mohun Bagan vs East Bengal Live: আমাদের ২ জনও AFC এশিয়ান কাপ খেলতে গিয়েছে, সাফ কথা কুয়াদ্রাতের

জাতীয় দলের জন্য সাতজনকে পাচ্ছে না বলে মোহনবাগান সুপার জায়ান্ট যে অনুযোগ করছে, তাতে আমল দিচ্ছেন না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর বক্তব্য, ইস্টবেঙ্গলের দু’জন খেলোয়াড়ও তো জাতীয় দলে আছেন। যাঁরা এএফসি এশিয়ান কাপ খেলতে গিয়েছেন।

19 Jan 2024, 06:37:27 PM IST

Mohun Bagan vs East Bengal Live: কেন ৯ ফুটবলারকে পাচ্ছে না মোহনবাগান?

আপাতত এএফসি এশিয়ান কাপ চলছে। আর ভারতীয় দলে আছেন মোহনবাগান সুপার জায়ান্টের সাতজন খেলোয়াড়। তাছাড়া চোটের জন্য মাঠের বাইরে আছেন আনোয়ার আলি এবং আশিক কুরিয়ান। তাঁরা অবশ্য দীর্ঘদিন মাঠের বাইরে আছেন। তবে সেটার থেকেও মোহনবাগানের কাছে বেশি উদ্বেগের বিষয় ছিল, যে খেলোয়াড়রা আছেন, তাঁরা ঠিক ছন্দ পাচ্ছেন না।

19 Jan 2024, 06:26:46 PM IST

Mohun Bagan vs East Bengal Live: হাসিমুখে ডার্বির মাঠে কুয়াদ্রাত, সিরিয়াস মুডে মোহনবাগান

কলকাতা ডার্বি খেলতে মাঠে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন দু’দলের ফুটবলাররা। ইস্টবেঙ্গল খেলোয়াড় এবং কোচ কার্লেস কুয়াদ্রাতকে বেশি ফুরফুরে লেগেছে। মোহনবাগানের কয়েকজন খেলোয়াড়কে বেশ সিরিয়াস মেজাজে মনে হয়েছে। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাও বেশ সিরিয়াস ছিলেন।

19 Jan 2024, 06:17:22 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ডার্বিতে এগিয়ে নামবে ইস্টবেঙ্গল, মেন্টাল গেম মোহনবাগানের

কলকাতা ডার্বির আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন ব্রিগেডের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা দাবি করেন, পুরো দল নিয়ে কলকাতা ডার্বিতে খেলতে নামছে ইস্টবেঙ্গল। সেইসঙ্গে ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে উঠে যাবে। সেখানে ন’জন ফুটবলারকে পাচ্ছে না মোহনবাগান। আর আজ জিততেও হবে। সেই পরিস্থিতিতে আজ কলকাতা ডার্বিতে এগিয়ে আছে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলের উপরই যাবতীয় চাপ থাকবে বলে দাবি করেছেন ক্লিফোর্ড।

19 Jan 2024, 06:07:07 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ডার্বির ডাগ-আউটে নেই হাবাস, তবে প্র্যাকটিসে লাগাম তাঁর হাতেই

নিয়মের জটিলতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আজ মোহনবাগান সুপার জায়ান্টের বেঞ্চে বসতে পারবেন না হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁকে ছাড়পত্র দেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তাঁর পরিবর্তে ডাগ-আউটে বসবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তবে ডার্বির আগে মোহনবাগানের অনুশীলনে সবকিছুর নিয়ন্ত্রণ ছিল হাবাসের হাতেই।

19 Jan 2024, 05:55:44 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ড্রয়ের কথা ভেবে খেললে হারের আশঙ্কা থাকে, জয়ের লক্ষ্যে কুয়াদ্রাত

আজ ড্র করলেই কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে আপাতত সেই অঙ্কটা মাথা থেকে বের করে দিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচের বক্তব্য, ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলে হারের আশঙ্কা থাকে। তাই জয়ের জন্যই ইস্টবেঙ্গল মাঠে নামবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি জানিয়ে দিয়েছেন, জয় ছাড়া কিছু ভাবছেন না।

19 Jan 2024, 05:47:22 PM IST

Kalinga Super Cup 2024 Live: হায়দরাবাদকে ৪-১ গোলে উড়িয়ে দিল শ্রীনিধি

আজ গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। কলিঙ্গ স্টেডিয়ামের এক নম্বর পিচে আই লিগের দল শ্রীনিধি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি। তার ফলে কলিঙ্গ সুপার কাপের গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থানে শেষ করল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। তিন ম্যাচে পয়েন্ট তিন। চতুর্থ স্থানে থাকল হায়দরাবাদ এফসি। তিন ম্যাচে এক পয়েন্টও পায়নি।

19 Jan 2024, 05:40:55 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ড্র করলেই সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল, জিততেই হবে মোহনবাগানকে

আজ কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। সুপার কাপের সেমিফাইনালে জিততে আজ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আর সেখান ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে লাল-হলুদ বাহিনী। ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের মূল পিচেই সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে সেই ম্যাচ শুরু হতে চলেছে।

19 Jan 2024, 05:33:31 PM IST

Mohun Bagan vs East Bengal Live: ডার্বিতে ফেভারিট হিসেবে নামছে ইস্টবেঙ্গল, চাপে মোহনবাগান

কে ফেভারিট হিসেবে নামছে, কে আন্ডারডগ হিসেবে নামছে, সেই অঙ্কটা কখনও খাটে না কলকাতা ডার্বিতে। কিন্তু তাও ফর্মের বিচারে এবার ডার্বিতে ফেভারিট হিসেবেই নামছে ইস্টবেঙ্গল। ছন্দ খুঁজে পেয়েছেন ক্লেইটন সিলভারা। যে ঝলকটা সুপার কাপের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দেখা গিয়েছিল। সেখানে এএফসি কাপের মাঝপথ থেকে ছন্দ হারিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলেও টানা হেরেছে। সুপার কাপের প্রথম দুটি ম্যাচে কোনওক্রমে জিতেছে।

19 Jan 2024, 05:33:31 PM IST

Mohun Bagan Super Giant vs East Bengal Live: আজ সুপার কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মহারণ

আজ কলিঙ্গ সুপার কাপে মহারণ। মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। সেই ম্যাচের উপরই নির্ভর করছে যে গ্রুপ ‘এ’ থেকে কোন দল সুপার কাপের সেমিফাইনালে যাবে। যা কলকাতা ডার্বির মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। অঙ্ক অনুযায়ী, আজ ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে উঠে যাবে ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। আর সেই ম্যাচে কী হচ্ছে, কোন দল কেমন খেলছে, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। কলকাতা ডার্বির লাইভ স্কোর এবং টাটকা আপডেট দেখতে পাবেন এখানেই।

(Feed Source: hindustantimes.com)