China: লে-অফ! কর্তৃপক্ষ শহরের বুক থেকে অফিস সটান নিয়ে চলে গেল প্রত্যন্ত পাহাড়ে…

China: লে-অফ! কর্তৃপক্ষ শহরের বুক থেকে অফিস সটান নিয়ে চলে গেল প্রত্যন্ত পাহাড়ে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভদ্রতার চূড়ান্ত। একটি কোম্পানি কর্মীছাঁটাই করতে চায়, অথচ তার কর্মীদের সেকথা মুখ ফুটে বলতে পারছে না, কর্মীদের সঙ্গে অভদ্রতা করা হবে বলে। তা হলে? উপায়ও তারা বার করে নিয়েছে। কর্মীদের না বলেই বদলে নিয়েছে অফিসের ভেন্যু।

চিনে ঘটেছে এমন কাণ্ড। চিনের শাংজি প্রদেশের একটি কোম্পানি এমন আশ্চর্য কাজ করেছে। তারা ব্যস্ত শহরের বুক থেকে গোটা অফিসটাই সরিয়ে নিয়ে চলে গিয়েছে অজ প্রত্যন্ত পাহাডি এক জায়গায়। এমন জায়গায় যে, সেখানে গিয়ে প্রায় কারওরই আর অফিস করতে পারার কথা নয়। এবং তা কার্যত হচ্ছেও না। কর্মীরা স্পষ্টতই তাই মুষড়ে পড়েছেন। অনেকেরই অভিযোগ, তাঁরা এর জন্য ওই কোম্পানির তরফে কোনও ক্ষতিপূরণও পাননি!

চিনের অন্যতম অ্যাডভার্টাইজিং এজেন্সি এটি। এই এজেন্সির কর্মীরা এখন দাবি করছেন, কাজ থেকে তাঁদের ছাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন করেছে কোম্পানিটি। এটা এক ধরনের লে-অফ। কিন্তু ঘুরিয়ে নাক দেখানোর মতো।

ওই কোম্পানিটি যেখানে তাদের অফিসটি নিয়ে গিয়েছে, সেটি এক প্রত্যন্ত পাহাড়ি এলাকা। সেখানে গণপরিবহণের ব্যবস্থা প্রায় নেই। এখন এমন একটা জায়গায় প্রত্যেকদিন গিয়ে কাজ টিকিয়ে রাখাটাই কঠিন। এক কর্মী জানিয়েছেন, কোম্পানি একবার জানিয়েছিল যে, তারা অফিস নতুন জায়গায় নিয়ে যেতে চায়। কেমন নতুন জায়গা? শহর থেকে যেতে যেখানে কমপক্ষে ২ ঘণ্টা সময় লাগবে! অথচ গাড়িঘোড়া প্রায় নেই। নিজের গাড়ি ছাড়া এধরনের কাজ করা দারুণ কঠিন।

(Feed Source: zeenews.com)