ঢিমেতালে খাতা খুলল ‘ম্যায় অটল হুঁ’, প্রথম দিনে কত আয়

ঢিমেতালে খাতা খুলল ‘ম্যায় অটল হুঁ’, প্রথম দিনে কত আয়

নয়াদিল্লি: ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি ‘ম্যায় অটল হুঁ’। মুক্তির প্রথম দিনে দর্শক এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে। প্রথম দিনে বক্স অফিসে ততটা আশা জাগতে পারল না এই ছবি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে (Main Atal Hoon) অটলজীর ভূমিকাতেই অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের ক্যারিশ্মা কি কম পড়ল ? প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

সূত্র বলছে, ১৯ জানুয়ারি মুক্তি পেলেও সেদিন হিন্দি বলয়ের মাত্র ৯.৩৯ শতাংশ মানুষই প্রেক্ষাগৃহে দেখেছেন এই ছবি। অন্যদিকে বিস্তারিতভাবে দেখা গিয়েছে ছবির সকালের শো-গুলিতে ৬.১১ শতাংশ, আর বিকেলের শো-গুলিতে ৮.২৮ শতাংশ মানুষ দেখেছে এই ছবি। তবে সপ্তাহান্ত কাছেই। ফলে সেদিন যে আরও মানুষ এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করবেন, সে আশা রাখছেন ছবির পরিচালক রবি যাদব।

ভারতের তিনবারের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর (Shri Atal Bihari Vajpayee) জীবন সফরের দুর্দান্ত গল্প এবার জীবন্ত হয়ে উঠেছে বড়পর্দায়। তাঁকে ঘিরেই এই ছবি ‘ম্যায় অটল হুঁ’। পঙ্কজ ত্রিপাঠীকে নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও ‘ম্যায় অটল হুঁ’ ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা। তাঁর কঠোর পরিশ্রমের খবরেও অবাক হয়েছেন দর্শক।

অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তা আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। এরপর যখন অটলজীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর প্রথম লুক প্রকাশ্যে আসে, চমকে গিয়েছিলেন যান সকলে। ছবিকে ঘিরে উত্তেজনা বেড়েছিল চরমে।

ছবি মুক্তির বেশ কিছুদিন আগেই পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), ছবির মুখ্য ভূমিকায় তাঁর বিভিন্ন লুকের পোস্টার শেয়ার করেন সমাজমাধ্যমে। সেই সঙ্গে মুক্তির তারিখও সেদিন ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, ‘সোনার হৃদয়… ইস্পাত কঠিন মানুষ… একজন বহুমুখী কবি… নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারী বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, ‘ম্যায় অটল হুঁ’, ১৯ জানুয়ারি ২০২৪ প্রেক্ষাগৃহে।’

পুরস্কারজয়ী পরিচালক রবি যাদবের পরিচালনায়, ঋষি বিরমানী, রবি যাদবের লেখা ‘ম্যায় অটল হুঁ’ ছবির নিবেদক ভানুশালী স্টুডিওড লিমিটেড ও লেজেন্ড স্টুডিওজ, প্রযোজনায় বিনোদ ভানুশালী, সন্দীপ সিংহ ও কমলেশ ভানুশালী।

(Feed Source: abplive.com)