সাউমির ৪ উইকেট, বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

সাউমির ৪ উইকেট, বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

ব্লুমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 Cricket World Cup 2024) নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্য়াচেই ৮৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে আদর্শ, উদয়ের অর্ধশতরানের পর বল হাতে একাই ৪ উইকেট তুলে নিলেন সাউমি পাণ্ডে। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৫১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল।

২৫১ রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ শিবির। তবে টাইগারদের ২ ওপেনারই ব্যক্তিগত ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আরিফুল ইসলাম ৭১ বলে ৪১ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তবে মিডল অর্ডারে ভাল ইনিংস খেলেন মহম্মদ শিহাব জেমস। তিনি ৭৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সাতটি বাউন্ডারির সাহায্যে। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি কারও। ভারতের সবচেয়ে সফল বোলার সাউমি ৯.৫ ওভার বল করে মাত্র ২৪ রান খরচ করেন। ২ উইকেট নেন মুশির খান। ১টি করে উইকেট নেন রাজ লিম্বানি, অর্শিন কূলকর্নী ও প্রিয়াংশু মোলিয়া।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন আদর্শ সিংহ ও আর্শিন কূলকর্নী। আদর্শ দুর্দান্ত ব্যাটিং করেন এদিন। তবে আর্শিন ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মুশির খানও ৩ রানের বেশি করতে পারেননি। তবে উদয় সহরানকে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখেন আদর্শ। ২ জনে মিলে ১১৬ রানের পার্টনারশিপ যোগ করেন চতুর্থ উইকেটে। শেষ পর্যন্ত ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদর্শ। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। অন্য়দিকে উদয়ও প্রথম ম্য়াচেই অর্ধশতরান পূরণ করেন। তিনিও যদিও শতরান পাননি। ৪টি বাউনড্ারির সাহায্যে ৬৪ রান করেন তিনি। লোয়ার অর্ডারে প্রিয়াংশু মোলিয়া, আরাবলী অভনীশ ও সচিন ধাস মিলে দলের স্কোর আড়াইশোর গণ্ডি পার করিয়ে দেন। বাংলাদেশের মারুফ মৃধা ৮ ওভারে ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট নেন। এছাড়া রিজওয়ান চৌধুরী ও অধিনায়ক মাফিজুর রহমন।

(Feed Source: abplive.com)