Apu Biswas as Sheikh Hasina: শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস, নায়িকার পারিশ্রমিক শুনে অবাক পরিচালক!

Apu Biswas as Sheikh Hasina: শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস, নায়িকার পারিশ্রমিক শুনে অবাক পরিচালক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বাংলাদেশের(Bangladesh) মসনদে ফের নয়া সরকার গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Has। এবার তাঁর ভাইকে নিয়ে তৈরি হতে চলেছে নয়া ছবি। পরিচালক সলমান হায়দারের সেই ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে, এমনটাই জানালেন পরিচালক। ছবিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। সেই ছবিতেই অপুর চরিত্রের নাম ‘হাসু’। সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেত্রী।

সিনেমাটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি নিজে প্রযোজকও বটে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার জন্য তিনি যা পারিশ্রমিক চান, তা শুনে চমকে যান স্বয়ং পরিচালক।

পরিচালক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নির্মাতা বলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

এ সিনেমা প্রসঙ্গে পরিচালক সলমান হায়দার জানান, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দেয়া হয়েছে। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে’।

এখনও অবধি এই ছবির জন্য দুটি নাম ধার্য করা হয়েছে। একটি হল, ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও অপরটি ‘আমি মায়ের কাছে যাব’। এই দুটি নামকরণ হয়েছে সিনেমাটির। এর মধ্যে যেকোনও একটি নাম চূড়ান্ত করা হবে বলেই খবর। অপু বিশ্বাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

(Feed Source: zeenews.com)