পাঁচটি ম্যাচেই দেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে চাই: উমরান

পাঁচটি ম্যাচেই দেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে চাই: উমরান

নয়াদিল্লি: আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দেশের জার্সিতে খেলার সুযোগ এসে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ভারতীয় দল ঘোষণা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) হয়ে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রতি ম্যাচেই প্রায় দেড়শোর ওপর গতিতে বল করেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটি ম্য়াচে তো ৫ উইকেটও নিয়েছেন। তবে এবার আইপিএল অতীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজই পাখির চোখ করছেন উমরান।

কী বলছেন উমরান মালিক?

নয়াদিল্লিতে আগামী ৯ জুন থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। কিন্তু সেই ম্যাচে আদৌ প্রথম একাদশে উমরান মালিক সুযোগ পাবেন কি না তা সময় বলবে। ভারতের তরুণ পেসার যদিও মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। তিনি বলছেন, ”কোনও রেকর্ড ভাঙা বা গড়ার দিকে আমার এখন আর মন নেই। আমি সেই নিয়ে কিছু ভাবছিও না। শুধুমাত্র দেশের জার্সিতে মাঠে নামতে চাই। আগামী পাঁচ ম্যাচেই মাঠে নেমে টানা পারফর্ম করতে চাই। নিজের শারীরিক ক্ষমতা ধরে রাখার জন্য টানা দেড়শোর কিমির ওপর গতিতে বল করে যেতে চাই।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল। কে এল রাহুলের নেতৃত্বে মাঠে নামতে চলেছে তরুণ টিম ইন্ডিয়া। নয়াদিল্লিতে প্রথম ম্যাচ জিতলেই টানা ১৩টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়বে তারা। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়বে ভারতীয় দল। এখনও পর্যন্ত যুগ্মভাবে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে ১২টি ম্যাচ জিতে একই তালিকায় রয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের টপকে যাওয়ার সুযোগ রয়েছে রাহুল বাহিনীর সামনে। ২ দল এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৫ ম্যাচ খেলেছে একসঙ্গে। ৯ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ৬ ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

(Source: abplive.com)