বুধবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ঘাট রোডে ভয়াবহ দুর্ঘটনা হল। এই দুর্ঘটনায় একটি যাত্রাদলের একটি ট্রাক উল্টে গিয়ে কমপক্ষে ছয়জন মারা গিয়েছেন। গুরুতর আহত ১০ জন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাইরংপুর এলাকা থেকে বালাসোর জেলার জলেশ্বর এলাকায় যাওয়ার পথে জাতীয় সড়ক ৪৯-এর বাঙ্গিরিপোসির দুয়ারাশুনি ঘাটের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি কমপক্ষে ২০ ফুট নিচে পড়ে যায়।
ট্রাকটিতে কয়েক লক্ষ টাকার আলো ও অন্যান্য যন্ত্রপাতি ছিল। এই ঘটনায় ছয়জন মারা গেলেও আরও ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গাড়িটি উল্টে পড়ার ফলে, তার মধ্যে থাকা বাক্সগুলি আহতদের ঘাড়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তারা উদ্ধার কাজে হাত লাগায়। এই দুর্ঘটনার পর দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাক্সগুলি। স্থানীয় বাসিন্দারও উদ্ধার কাজে হাত লাগান।
তবে এই ধরনের ঘটনা নকি ২০১৬ সালের এপ্রিলে দেওগড় জেলায় ঘাটের রাস্তা থেকে একটি গাড়ি পড়ে গিয়ে একটি যাত্রা দলের অন্তত ২৭ জন নিহত হন। এদিন রাত থেকে ওড়িশার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(Feed Source: hindustantimes.com)