‘দেওল’ পরিবারে ফের বিয়ের সানাই। বিয়ে করছেন ধর্মেন্দ্রর নাতনি নিকিতা চৌধুরী। জানা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে বসবে এই বিয়ের আসর। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। জানা যাচ্ছে, এই বিয়েতে উপস্থিত থাকবে গোটা ‘দেওল’ পরিবার। থাকবেন ‘দেওল’দের NRI আত্মীয়রা।
এখন প্রশ্ন কে এই নিকিতা চৌধুরী? ধর্মেন্দ্র ও ‘দেওল’-পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর?
জানা যাচ্ছে, নিকিতা চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন দন্ত বিশেষজ্ঞ (ডেন্টিস্ট)। নিকিতা অবশ্য এদেশে নয়, আমেরিকাতে থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ডঃ কিরণ চৌধুরী এবং অজিতা দেওলের মেয়ে। অজিতার ডাক নাম ডলি। তিনি ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের কনিষ্ঠ কন্যা। অজিতা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডেন্টিস্ট কিরণ চৌধুরীকে বিয়ে করেন। তাঁরা মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় থাকেন। তবে ফিল্মি দুনিয়ার সমস্ত লাইমলাইট থেকে নিজেকে দূরে রাখেন অজিতা ও তাঁর পরিবার। তাঁদের দুই মেয়ে, নিকিতা ও প্রিয়াঙ্কা চৌধুরী। অর্থাৎ যিনি বিয়ে করতে চলেছেন তিনি হলেন ধর্মেন্দ্রর ছোট মেয়ের মেয়ে, নাতনি।
তবে নিকিতা চৌধুরী ঠিক কাকে বিয়ে করছেন, পাত্র কে? এই বিষয়ে এখনও বিশেষ কিছুই জানা যাচ্ছে না। ‘দেওল’ পরিবারের তরফেও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, সানি দেওলের ছেলে করণ দেওলের বিয়ের পর এটা তাঁদের পরিবারে দ্বিতীয় বিয়ে হতে চলেছে। সানি দেওল হলেন নিকিতার মামা। এদিকে আবার হেমার পরিবারে এখন ভাঙনের সুর। শোনা যাচ্ছে এষা দেওলের সঙ্গে নাকি তাঁর স্বামী ভারত তখতানির ডিভোর্স একপ্রকার নিশ্চিত।
তবে এই বিয়ে ধর্মেন্দ্রর পারিবারিক ইতিহাসে আরও একটা অধ্যায়ে যোগ করতে চলেছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন। প্রকাশ যখন পরিবার ও তাঁদের সন্তানদের বড় করে তুলতে ব্যস্ত তখন ধর্মেন্দ্র (১৯৬০-সাল) মুম্বইতে এসেছিলেন স্টারডম অর্জন করতে। এরই মাঝে হেমা মালিনীর সঙ্গে তাঁর প্রেম হয়। ১৯৮০ সালে হেমাকে দ্বিতীয় বিয়ে করেন ধর্মেন্দ্র। যার ফলে প্রথম স্ত্রী প্রকাশের সঙ্গে তাঁর বিবাদ চরমে ওঠে। বহু ঝড় বয়ে যাওয়ার পরও ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশকে ডিভোর্স দেননি। যদিও বর্তমানে প্রথম স্ত্রী ও পরিবারের সঙ্গেই বর্ষীয়ান অভিনেতা থাকেন বলে জানা যায়।
(Feed Source: hindustantimes.com)