Abhay Deol: বক্স অফিসে হিট নেই! অথচ ধর্মেন্দ্র-সানি-ববিকে ছাড়িয়ে তিনিই সবচেয়ে ধনী দেওল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিস নয়, স্মার্ট বিনিয়োগেই ধনী! সম্পত্তির নিরিখে সানি-ববি দেওলকে টপকে গেলেন তাঁদের ভাই। বলিউড তাঁকে দেওল পরিবারের “চিন্তাশীল অভিনেতার” তকমা দিয়েছিল। তাঁর কাজ ছিল মূলত গতানুগতিক ছকের বাইরে, যা তাঁর জেঠতুতো ভাই সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওলের (Bobby Deol) বাণিজ্যিক সাফল্যের চেয়ে সম্পূর্ণ আলাদা। তবে বর্তমানে তাঁর সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তা সম্পূর্ণ ভিন্ন। জানা যাচ্ছে, বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য কম থাকা সত্ত্বেও, চলচ্চিত্র জগতের বাইরে নেওয়া স্মার্ট আর্থিক সিদ্ধান্তের…

)
)







