হেমা কন্যা এষার ডিভোর্সের খবরের মাঝেই, ‘দেওল’ পরিবারে ফের বাজল সানাই, বিয়ে কার?
‘দেওল’ পরিবারে ফের বিয়ের সানাই। বিয়ে করছেন ধর্মেন্দ্রর নাতনি নিকিতা চৌধুরী। জানা যাচ্ছে, রাজস্থানের উদয়পুরে বসবে এই বিয়ের আসর। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। জানা যাচ্ছে, এই বিয়েতে উপস্থিত থাকবে গোটা ‘দেওল’ পরিবার। থাকবেন ‘দেওল’দের NRI আত্মীয়রা। এখন প্রশ্ন কে এই নিকিতা চৌধুরী? ধর্মেন্দ্র ও ‘দেওল’-পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক তাঁর? জানা যাচ্ছে, নিকিতা চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন দন্ত বিশেষজ্ঞ (ডেন্টিস্ট)। নিকিতা অবশ্য এদেশে নয়, আমেরিকাতে থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ডঃ কিরণ চৌধুরী এবং অজিতা…