অসমের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র, পাঁচ বোলারে নামবে বাংলা, দলেও পরিবর্তনের ইঙ্গিত

অসমের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র, পাঁচ বোলারে নামবে বাংলা, দলেও পরিবর্তনের ইঙ্গিত

সন্দীপ সরকার, কলকাতা: তিন ম্যাচে পয়েন্ট মাত্র পাঁচ। আট দলের গ্রুপে পাঁচ নম্বরে রয়েছে বাংলা (Bengal Cricket Team)। মুম্বই যেখানে তিন ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে ছত্তীসগড়, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশও। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালের ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে অসমের বিরুদ্ধে তাই সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া বাংলা শিবির (Bengal vs Assam)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাচে তাই পাঁচ বোলার নিয়ে নামছে বাংলা।

তবে বৃষ্টির কাঁটা সামান্য হলেও থাকছে এই ম্যাচেও। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী গুয়াহাটি থেকে মোবাইল ফোনে বললেন, ‘বুধবার ভাল বৃষ্টি হয়েছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে মূল মাঠ সংলগ্ন নেট প্র্যাক্টিসের সময় আজ রান আপের জায়গা একটু নরম ছিল। বালি ছড়াতে হয়।’ এমনিতেই আগের দুই ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ার পর আবহাওয়াকে কাঠগড়ায় তুলেছিল বাংলা শিবির। যদিও শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ারই কথা।

অসমের বিরুদ্ধে বাংলা শিবিরের আর এক চিন্তা, ম্যাচের সময় আধ ঘণ্টা এগিয়ে আসা। বর্ষাপাড়ায় বাংলা বনাম অসম ম্যাচের খেলা শুরু হবে রোজ সকাল সাড়ে আটটায়। যেহেতু বিকেল সাড়ে তিনটের মধ্যেই দিনের আলো পড়ে আসে। সকালের দিকে উইকেটের তাজা ভাব পেসারদের সুবিধা দিতে পারে বলে মনে করছে বাংলা শিবির।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, তিন পেসার ও দুই স্পিনার খেলানো হবে। আগের ম্যাচের একাদশ থেকে একজন ব্যাটার কমিয়ে। সম্ভবত বাইরে বসতে হবে আগের ম্যাচেই রঞ্জি অভিষেক ঘটানো শুভম চট্টোপাধ্যায়কে। বোলিং বিভাগেও বদল আসছে। তিন পেসারের মধ্যে সূরজ সিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফের খেলা নিশ্চিত। তবে আগের ম্যাচে ম্লান দেখানো ঈশান পোড়েলকে বাদ দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে খেলানো হতে পারে সুমন দাসকে। তারকেশ্বরের পেসারের রঞ্জি অভিষেক হবে সেক্ষেত্রে। এছাড়া কর্ণ লালের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে খেলানো হতে পারে বাঁহাতি স্পিনার অঙ্কিত মিশ্রকে।

উইকেট কেমন? সৌরাশিস বললেন, ‘খুব ভাল উইকেট। ভাল ক্রিকেট হবে।’ তিন ম্যাচের মধ্যে দুটিতেই পরাজিত অসমকে অবশ্য বেশ সমীহ করছে বাংলা শিবির। সৌরাশিস বলছেন, ‘সম্প্রতি অসম আমাদের বেশ ভুগিয়েছে। আমাদের কাছে অসম খুবই শক্তিশালী প্রতিপক্ষ। সাদা বলের ক্রিকেটে আমাদের হারিয়ে দেয়। এবারও টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে আমাদের হারিয়েছে। তার বছর ২-৩ আগে ইডেনে আমাদের হারিয়েছিল।’

অসমের ব্যাটিংয়ের অন্যতম অস্ত্র রিয়ান পরাগ পরিচিত আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। তাঁর জন্য বিশেষ পরিকল্পনা থাকছে? সৌরাশিসের কথায়, ‘অবশ্যই। সবরকম প্রস্তুতি নিয়েই নামছি আমরা। সরাসরি জয় কতটা গুরুত্বপূর্ণ ছেলেরা জানে। ইতিবাচক ক্রিকেট খেলব আমরা।’

(Feed Source: abplive.com)