জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুরগেন ক্লপ (Jurgen Klopp) চমকে দিলেন তাঁর ক্লাব লিভারপুলকে (Liverpool)! ‘দ্য় রেডস’কে ৫৬ বছরের জার্মান জানিয়ে দিলেন যে, তাঁর আর ‘এনার্জি নেই’! ফলে এই মরসুম শেষ হলেই তিনি মহম্মদ সালাহদের সংসার ছাড়বেন। ক্লপের এই সিদ্ধান্তে শুধু লিভারপুলই চমকে যায়নি। হতবাক লিভারপুলের ফ্য়ানরাও। ২০১৫ সালে দায়িত্ব নেওয়া ক্লপের সঙ্গে ইপিএলের ঐতিহ্য়বাহী ক্লাবের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার দু’বছর আগেই তিনি চলে যাচ্ছেন। শুক্রবার অর্থাৎ আজই তিনি ট্রেনিং শুরুর আগে জানিয়ে দেন ফুটবলারদের। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে লম্বা ভিডিয়ো শুট করিয়েছেন ক্লপ। সেই ভিডিয়ো শেয়ার করেছে লিভারপুল।
ক্লপ বলেন, ‘আমি বুঝতে পারছি যে, এই মুহুর্তে অনেকের জন্য এটা ধাক্কা, যখন আপনি এটা প্রথমবার শুনছেন, তবে স্পষ্টতই আমি এটা ব্যাখ্যা করতে পারি – বা অন্তত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। আমি এই ক্লাবের, শহরের ও সমর্থকদের সবকিছুই পছন্দ করি। আমি এই দলকে ভালোবাসি, আমি স্টাফদের ভালোবাসি। আমি সবকিছুই ভালোবাসি। কিন্তু আমি এখন এই সিদ্ধান্ত নিচ্ছি যা আমাকে নিশ্চিত ভাবেই নিতে হত। এটা আমি যে কীভাবে বলব! আমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে। আমার এখন কোনও সমস্যা নেই। আমি আগে থেকেই জানতাম যে আমাকে কোনও এক পর্যায়ে এসে এই ঘোষণা করতেই হবে, কিন্তু আমি এখানে একদম ভালো আছি। তবে বারবার একই কাজ করতে পারব না। যে বছরগুলো আমরা একসঙ্গে ছিলাম এবং যতটা সময় একসঙ্গে কাটিয়েছি, সেটায় আপনাদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা বেড়েছে এবং আমি আপনাদের কাছে ঋণী। এটাই সত্য়ি। গত নভেম্বরেই ক্লাবকে জানিয়েছিলাম। গত মরসুম ছিল অত্য়ন্ত কঠিন। এমন কিছু মুহূর্ত ছিল যখন অন্যান্য ক্লাবে হলে সম্ভবত আমাকে বলে দিত যে এবার আপনি আসতে পারেন। অনেক ধন্যবাদ সম্ভবত আমাদের এখানেই আলাদা হওয়া উচিত নয়তো শেষ করা উচিত।’
২০১৫ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে লিভারপুলে এসে ক্লাবকে একেবারে বদলে দেন ক্লপ। হয়ে ওঠেন একেবারে প্লেয়ার্স ম্য়ানেজার। ক্লপের কোচিংয়ে লিভারপুল প্রথমবার প্রিমিয়র লিগ জেতে। এমনকী ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গেই দলকে দেন চ্য়াম্পিয়ন্স লিগও। এখন দেখার ক্লপের জুতোয় কে পা গলান।
(Feed Source: zeenews.com)