‘বেসুরো হচ্ছে কেন বিরোধী জোট I.N.D.I.A ?’ নীতীশ ইস্যুর পর বোঝালেন সুকান্ত

‘বেসুরো হচ্ছে কেন বিরোধী জোট I.N.D.I.A ?’ নীতীশ ইস্যুর পর বোঝালেন সুকান্ত

কলকাতা: বিরোধী জোট ইন্ডিয়া থেকে আবার এনডিএ-তে? সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ।নতুন সরকার গঠিত হলে, সেখানে ২ উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির। এই ইস্যুতে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিরোধী জোট I.N.D.I.A-কে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

নীতীশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার বলেন,’ইন্ডিয়া জোট হল কল্পনাপ্রসুত বাদ্যযন্ত্র। সেকারণেই বেসুরো হচ্ছে।’   সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদি। বিহারে নতুন সরকার নিয়ে ফর্মুলা চূডান্ত। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও তাঁরাই মন্ত্রী হতে পারেন।বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা নীতীশ কুমারের।

এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহও । নীতীশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে কথা শাহের।নীতীশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ, তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গাঁধী। নীতীশের ইউটার্ন-জল্পনায় বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর সঙ্গে কথা বলার নির্দেশ মল্লিকার্জুন খাড়গের। ৪ ফেব্রুয়ারি বেতিয়ায় মোদির সভায় থাকতে পারেন নীতীশ কুমার: সূত্র।

পটনায় জেডি'(ইউ) বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডি(ইউ)-র মধ্যে মতবিরোধের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে, লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ কুমার।

এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁদের জোট কী ভাবে সম্ভব, ভাঙন রুখতে আরজেডি কিছু করবে কিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। মূলত নীতীশ কুমারের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে।সমস্ত জেডি(ইউ) বিধায়কদের পটনাকে ডেকে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন জেডি(ইউ) বিধায়করা। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আর্চায নাম না করেই নীতীশকে আক্রমণ করেন বলে অভিযোগ।

(Feed Source: abplive.com)