নীতীশ ডিগবাজি খেলে বিজেপির কী কী লাভ?

নীতীশ  ডিগবাজি খেলে বিজেপির কী কী লাভ?

নয়াদিল্লি : বিজেপির সঙ্গে ফের জোট বাঁধছেন নীতীশ কুমার? যত সময় গড়াচ্ছে তত তীব্র হচ্ছে জল্পনা। বিজেপির সঙ্গে হাত মেলালে, রবিবার ফের বিহারের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হবেন সুশীল মোদি। লোকসভা নির্বাচনের আগে ফের জাতীয় রাজনীতির চর্চায় শিরোনামে নীতীশ কুমার ( Nitish Kumar) ! তাহলে কি ফের ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী ? রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ, পঞ্চমবারও যদি নীতীশ পাল্টি খান, তাহলে বিজেপির শুধু একটা লাভ নয়, বদলে গেলে সোনায় সোহাগা হবে। কেন এমন বলছেন বিশেষজ্ঞরা ?

প্রথমত নীতীশ যদি পদ্ম-শিবিরের সঙ্গে হাত মেলান, তাহলে বিহারের রাজনীতিতে ফের  শক্তিশালী হবে বিজেপির অবস্থান।  ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তা নিঃসন্দেহে বিজেপিকে ডিভিডেন্ড দেবে। বিশ্লেষকরা মনে করছেন, লোকসভায় বিজেপির আসন সংখ্যাও বৃদ্ধি পেতে পারে নীতীশের সমর্থন পেলে। সেইসঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে একটা জোর-ধাক্কা দেওয়া যাবে।

মাত্র দেড় বছর হল নীতীশ আরজেডি-কংগ্রেস জোটের সঙ্গে হাত মেলানোর জন্য বিজেপির হাত ছেড়ে ছিলেন ।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রবিবার ফের একবার শিবির বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। অর্থাৎ আরও একবার বিহারে রাজনৈতিক সমীকরণ বদলাবে, কিন্তু মুখ্য়মন্ত্রী নীতীশই থাকবেন।

নীতীশ কুমার যদি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে I.N.D.I.A ব্লকের যা কিছু অবশিষ্ট ছিল তাও বিজেপি ভেঙে ফেলবে।  প্রাক-নির্বাচন জোটের আলোচনা ইতিমধ্যেই বাংলা ও পাঞ্জাবে ভেস্তে গেছে। বাংলায় জোটে জল ঢেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিহারে যদি নীতীশ কুমার বিরোধী জোট ত্যাগ করে বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে তা ইন্ডিয়া-জোটের কফিনে আরও একটি পেরেক পুঁতে দেবে। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ইন্ডিয়া জোটের শরিকদের একত্রিত করার জন্য ম্যারাথন বৈঠক করেছিলেন কয়েকমাস আগে ! স্বাভাবিকভাবেই নীতীশ কুমার যৌথ-সংসার ভাঙলে আরও হাঁসফাঁস করবে ইন্ডিয়া-জোট।

তাহলে যদি নীতীশ লালুর সঙ্গ-ত্যাগ করেন, তাহলে অনেকগুলি লাভ পাচ্ছে বিজেপি। প্রথমত বিহারে সরকারে যোগদান করতে পারবে বিজেপি।  ২০২৪ সালের নির্বাচনে বিহারে প্রভাব বাড়বে পদ্মদলের।  সেই সঙ্গে ইন্ডিয়া-জোটের আরও বড় ধাক্কা দেওয়া যাবে।

এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘ বিরোধী নেতারা নিজেদের ইন্ডিয়া জোটের মধ্যেই ন্যায় করতে পারছে না। তাই প্রতিটি রাজ্যে এমন ঘটনা ঘটছে। ‘

অন্যদিকে আবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘ ২০২৪-এ লোকসভা এবং ২০২৫-এ বিধানসভা নির্বাচনে বিহারের মানুষ বিজেপিকে ভোট দেবে। ২০২৫-এ বিহারে সরকার গঠন করবে বিজেপি-ই। ‘

(Feed Source: abplive.com)