‘সারারাত টেনশনে ঘুম হয় না’, দাদাগিরির মঞ্চে কোন ভয়ের কথা জানালেন রাহুল-দেবলীনা?

‘সারারাত টেনশনে ঘুম হয় না’, দাদাগিরির মঞ্চে কোন ভয়ের কথা জানালেন রাহুল-দেবলীনা?

দাদাগিরির ১০ নম্বর সিজন তারকার মেলায় জমজমাট। রবিবারের এপিসোডেও টলিপাড়ার একঝাঁক তারকা শরিক হচ্ছেন জি বাংলার এই গেম শো-এর। সঞ্চালক সৌরভের মুখোমুখি হতে অভিজ্ঞরাও বেশ ভয়ে থাকেন। দাদার গুগলির জবাব দেওয়া মোটেই সোজা কাজ নয়!

দাদাগিরির পিচের পোড় খাওয়া খিলাড়ি রাহুল। বেশ কয়েকবার দাদাগিরির ট্রফিও জিতেছেন প্রিয়াঙ্কার বেটারহাফ। তবুও প্রতিবারই এই মঞ্চে দাঁড়িয়ে টেনশনে ভোগেন অভিনেতা। কীসের টেনশন? নিজেই খোলসা করলেন রাহুল। অভিনেতাকে বলতে শোনা গেল, ‘আগেও অনেকবার দাদাগিরির মঞ্চে এসেছি। বেশ কয়েকবার জিতেওছি। সবাই খুব প্রশংসা করেছে। কিন্তু দাদাগিরির এলে প্রতিবার সেই এক টেনশন, মনে হয় এইবার হেরে যাব। আর আমার তো আগের রাতে ঘুম হয় না এটা ভেবে, যে স্বপ্নের ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হব’।

রাহুল যে সৌরভের অন্ধভক্ত সে কথা কারুর অজানা নয়, এর আগে দাদাগিরি মঞ্চে সৌরভকে নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেছেন রাহুল। মহারাজের অবিস্মরণীয় কীর্তিকে ট্রিবিউট জানিয়ে কলকাতা ৯৬ নামের একটি ছবি তৈরির কাজ শুরু করেছিলেন রাহুল। তবে মাঝপথে নানান ঝামেলায় আটকে সেই প্রোজেক্ট। এই ছবিতে কাজ করার কথা ছিল রাহুল-পুত্র সহজের। তবে আপাতত সেটি বিশ বাঁও জলে।

অন্যদিকে পাঁচ নম্বরবার দাদাগিরির মঞ্চে সৌরভের মুখোমুখি দেবলীনা। তথাগতর প্রাক্তন এদিন স্লিভলেস ব্লাউজ আর অফ হোয়াইট শাড়িতে ঝলমল করলেন। শেষবার এসে দাদাগিরির ট্রফি ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি, সুখস্মৃতি আগলে বললেন, ‘গতবার যখন এসেছিলাম তার থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সেট, ফর্ম্যাট, প্রশ্নের ধরণ, সব বদলে গিয়েছে। সেইজন্য একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে অন্য কোনও ফ্লোরে এসেছি।’ দাদাগিরির সেটে এলে দেবলীনার সবচেয়ে বেশি ভয় হয়, তিনি নির্দিষ্ট কোনও জেলার প্রতিনিধিত্ব করেন বলে। অভিনেত্রীর কথায়, এটা দায়িত্ব বাড়িয়ে দেয়।

এই এপিসোডের প্রোমোতে দেখা গিয়েছে দাদার কাছে দেবলীনার সটান প্রশ্ন সানার হবু বরকে নিয়ে! আপাতত ইংল্যান্ডে চাকরি করছেন সানা বেশ বড় কোম্পানিতে। মাইনেও পাচ্ছেন প্রচুর। তবে কি এবার মেয়ের বিয়ে নিয়ে ভাবছেন নাকি সৌরভ!

জি বাংলার তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গেল, দেবলীনা সৌরভকে প্রশ্ন করছেন, ‘আমার খুব জানার ইচ্ছে সানার জামাই নির্বাচনের সময় কোন গুগলি তোমার জামাইয়ের দিকে ছুঁড়ে দেবে?’ প্রশ্ন শুনে হেসে ফেলতে দেখা গেল সৌরভকে। তবে দাদা যান এককাঠি উপর দিয়ে। পালটা বললেন, ‘আমেরিকার কোন শহরে বড়দিন পালন করার আগে নিউ ইয়ার পালন করা হয়? এটা তোমার প্রশ্ন।’ দেবলীনার প্রশ্নের কী জবাব দেন মহারাজ, তা জানা যাবে রবিবার রাত ৯.৩০টার পর।

(Feed Source: hindustantimes.com)