একাই ৭ উইকেট নিলেন টম হার্টলি, ২৮ রানে জয় ইংল্যান্ডের, সিরিজে ১-০ পিছিয়ে গেল রোহিতরা

একাই ৭ উইকেট নিলেন টম হার্টলি, ২৮ রানে জয় ইংল্যান্ডের, সিরিজে ১-০ পিছিয়ে গেল রোহিতরা

হায়দরাবাদ: এই ফলাফলের আশা বোধহয় করেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও। অন্তত আজ ওলি পোপের (Ollie Pope) শেষ উইকেট পড়ে যাওয়ার পরও যখন ভারতের জন্য় জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল ২৩১, তখনও বোধহয় না। কিন্তু অন্যরকম ভেবেছিলেন ইংল্যান্ডের টম হার্টলি। চলতি টেস্টেই সাদা পোশাকে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে একেবারেই আশানুরুপ বল করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের মধ্যে নায়ক তিনিই। ব্যাট হাতে ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন ওলি পোপ। আর বল হাতে একাই সাত উইকেট তুলে নিলেন তরুণ অফস্পিনার হার্টলি।

গতকালই ১২৬ রানের লিড নিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড। ১৪৮ রান করে অপরাজিত ছিলেন ওলি পোপ। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রেহান আহমেদ। এদিন ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় রেহানের। বুমরার বলে ২৮ রান করে কে এস ভরতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইংল্যান্ডের স্পিনার। টম হার্টলির সঙ্গে জুটি বাঁধেন এরপর পোপ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের অফস্পিনার। শেষ পর্যন্ত ২১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ রান করে আউট হয়ে যান পোপ।

View this post on Instagram

ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৩১ রান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন টম হার্টলি। ১৫ রান করে যশস্বী জয়সওয়াল ফিরে যান। ওপলি পোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পরেই শুভমন গিলও পোপের হাতে ক্যাচ দিয়েই ফেরেন হার্টলির দ্বিতীয় শিকার হয়ে। রোহিত শর্মা ভালই খেলছিলেন। কিন্তু তিনিও ফিরলেন হার্টলির বলে লেগবিফোর হয়ে। ৩৯ রান করেন ভারত অধিনায়ক। কে এল রাহুল ৪২ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ১৭ রান করে আউট হন। প্রথম ইনিংসে ৮৭ রান করা রবীন্দ্র জাডেজা মাত্র ২ রান করে এদিন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে যান। শেষ দিকে কে এস ভরত ও রবিচন্দ্রন অশ্বিন দুজনেই ২৮ রান করে আউট হন। বুমরা ৬ রান ও সিরাজ ১২ রান করেন। ১৯৬ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হন ওলি পোপ।

(Feed Source: abplive.com)