‘এর থেকে বাঁচা অসম্ভব..’, কোন রোগে আক্রান্ত মিমি?

‘এর থেকে বাঁচা অসম্ভব..’, কোন রোগে আক্রান্ত মিমি?

কলকাতা: নায়িকা হলেও, তিনি তো মানুষ! সাধারণ মানুষের মতো, অসুস্থতা গ্রাস করে তাঁকেও। সোশ্যাল মিডিয়ায়, নিজের সেই অসুস্থতার হদিশই দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর অভিনেত্রীর সেই খবরে, উদ্বিগ্ন হয়েছেন অনেকেই। ঠিক কী হয়েছে অভিনেত্রীর?

ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় শুয়ে রয়েছেন তিনি। তাঁর বুকের ওপর রাখা রয়েছে বামের কৌটো। মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছেন অভিনেত্রী। সঙ্গে তিনি লিখেছেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।’ অর্থাৎ, মাইগ্রেনের সমস্যা রয়েছে অভিনেত্রীর। এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীর এই শারীরিক অবস্থার কথা শুনে অস্থির হয়েছেন অনেকেই।

অন্যদিকে, আজ মুক্তি পেল মিমি চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও, ‘ভাল্লাগছে না’। এই গান মুক্তির হদিশ আগেই দিয়েছিলেন মিমি। গানটি গেয়েছেন অভিনেত্রী নিজেই। গানটি লিখেছেন মিমি ও তপাস। গান তো নয়… যেন মিমির মনের কথা। অভিনেত্রী সাংসদ চিরকালই স্পষ্টবক্তা। এই গানেও যেন তারই ছোঁয়া। গানের কথায় যেন প্রকাশ পেয়েছে বিয়ে নিয়ে প্রশ্ন, আলোচনায় তাঁর বিরক্তি, সবকিছুতে রাজনীতিতে আপত্তি, সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে হতাশা। সমস্ত মনের কথা যেন গানেই উগরে দিলেন মিমি। গানের মিমিকে কখনও দেখা গিয়েছে বধূবেশে.. কখনও আবার তিনি এক্কেবারে আধুনিকা।

তাঁর জীবন নিয়ে বহু মানুষের বহু আগ্রহ, বহু প্রশ্ন। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে রোজকার জীবনের অভিনয়… এই সবকিছুর সঙ্গে ‘একা লড়তে’, মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র কখনও কি মনে হয় ‘ভাল্লাগছে না’? অভিনেত্রী সাংসদের সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও অন্তত বলছে সেই কথাই। যেখানে মন খুলে, কোন অভিনয় না রেখে… নিজের মনের কথা বলেছেন মিমি।

(Feed Source: abplive.com)