রাহুল-জাডেজার চোট, বিপাকে ভারত, কলকাতায় লাল-হলুদ উৎসব, খেলার দুনিয়ার সারাদিন

রাহুল-জাডেজার চোট, বিপাকে ভারত, কলকাতায় লাল-হলুদ উৎসব, খেলার দুনিয়ার সারাদিন

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ভারতের কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। কলকাতায় ফিরল ইস্টবেঙ্গল। রঞ্জি ট্রফিতে নীতীশ রানার সেঞ্চুরি। খেলার দুনিয়ার সারাদিন।

ইস্টবেঙ্গলকে ঘিরে উৎসব

রবিবার ভুবনেশ্বরে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার বিকেলেই কলকাতায় এল লাল-হলুদ শিবিরের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। বিমানবন্দর থেকে নন্দ-ক্লেটনরা বেরিয়ে আসতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল সোমবার। আনন্দ-উল্লাসে ভাসলেন লাল-হলুদ সমর্থকরা।

জোড়া ধাক্কা

ঘরের মাঠে টানা ১৬ টেস্ট সিরিজ জয়ী ভারতীয় শিবিরে উদ্বেগের কালো মেঘ। ইংল্য়ান্ডের (IND vs ENG) কাছে হায়দরাবাদে প্রথম টেস্টে হারতে হয়েছে রোহিত শর্মাদের। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের আগে জোরাল ধাক্কা খেল ভারতীয় শিবির। ছিটকে গেলেন দলের দুই তারকা ক্রিকেটার।

এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।

তবে দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।

বুমরার শাস্তি

একে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে খেলছেন না। তারপর বেন স্টোকসদের কাছে প্রথম টেস্টে হেরে (IND vs ENG) পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ০-১ পিছিয়ে পড়া। রোহিত শর্মাদের (Rohit Sharma) উদ্বেগ বাড়িয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা – কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। এবার সেই তালিকায় যোগ হল যশপ্রীত বুমরার নাম। না, ভারতের সেরা পেস-অস্ত্র চোট পেয়ে ছিটকে যাননি। তবে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক অলি পোপকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বুমরার বিরুদ্ধে। যে কারণে ম্যাচ রেফারির ভর্ৎসনার শিকার হলেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার।

রানার ব্যাটে মুম্বই-বধ

প্রথম তিন ম্যাচেই সরাসরি জয়। তার মধ্যে দুটিতে আবার বোনাস পয়েন্ট সহ। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) এলিট গ্রুপ বি থেকে নক আউটে ওঠার দৌড়ে কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল মুম্বই (Mumbai Cricket Team)।

৪১ বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নদের অশ্বমেধের ঘোড়া হ্যাঁচকা টানে থামিয়ে দিল উত্তর প্রদেশ। এমন একজনের ব্যাটে ঘায়েল হল মুম্বই, আইপিএলে যিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সে। ইডেন গার্ডেন্স যাঁর আইপিএলের হোমগ্রাউন্ড। নীতীশ রানা। ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন। তাঁর দাপটেই মুম্বইকে ২ উইকেটে হারিয়ে দিল উত্তর প্রদেশ। সেই সঙ্গে সুবিধা করে দিল বাংলার। জমে গেল রঞ্জি ট্রফির নক আউটের লড়াই।

পিছোল ভারত

ম্যাচের সিংহভাগ সময় আধিপত্য দেখিয়েও ২৮ রানে হার। নিজামের শহরে ইংরেজদের বিরুদ্ধে লজ্জা এড়াতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। গোদের ওপর বিষফোঁড়ার মতো, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত। রোহিত শর্মারা নেমে গেলেন এমনকী, বাংলাদেশেরও নীচে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ অমীমাংসিত রাখার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) শীর্ষে উঠে এসেছিল ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পরই সেই জায়গা ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র করার পর যেখানে ভারতের চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ছিল ৫৪.১৬, সেখানে হায়দরাবাদ টেস্টের পর তা কমে হয়েছে ৪৩.৩৩ শতাংশ। যা বাংলাদেশের চেয়েও কম। বাংলাদেশের পয়েন্ট ৫০ শতাংশ।

৫৫ শতাংশ নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার ভাঁড়ারে ৫০ শতাংশ। তিন নম্বরে থাকা নিউজ়িল্যান্ডেরও রয়েছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ নিয়ে বাংলাদেশ চারে। ভারত রয়েছে পাঁচে। অনেকটা পিছিয়ে পাকিস্তান (৩৬.৬৬ শতাংশ), ওয়েস্ট ইন্ডিজ় (৩৩.৩৩ শতাংশ) ও ইংল্যান্ড (২৯.১৬ শতাংশ)।

(Feed Source: abplive.com)