Donald Trump: ফের প্রেসিডেন্ট হতে মরিয়া ট্রাম্প, এবার নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে

Donald Trump: ফের প্রেসিডেন্ট হতে মরিয়া ট্রাম্প, এবার নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ফের নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শান্তির নোবেল পাওয়ার জন্য তাঁর নাম প্রস্তাব করেছেন মার্কিন সাংসদ ক্লডিয়া টেনি। ইজরাইলের সঙ্গে আরবের কয়েকটি দেশের সম্পর্কোন্নয়ন চুক্তি, আব্রাহাম অ্যাকর্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতেই ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তাঁর নাম প্রস্তাব করা হয়েছে।

এক বিবৃতিতে নিউ ইয়র্কের প্রতিনিধি ক্লডিয়া টেনি বলেন, ট্রাম্প ৩০ বছরে প্রথম মধ্যপ্রাচ্যে নতুন শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। বাইডেনের দুর্বল নেতৃত্বের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তাই ট্রাম্পকে তাঁর শক্তিশালী নেতৃত্ব ও বিশ্ব শান্তি অর্জনে প্রচেষ্টার জন্য স্বীকৃতি দিতে হবে। দশকের পর দশক ধরে আমলা,বিদেশনীতি পেশাদারেরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলি জোর দিয়ে বলে এসেছে, ইজরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তা মিথ্যা প্রমাণ করেছেন।

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন জানিয়ে টেনি বলেন, ‘অব্রাহাম চুক্তি তৈরির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসি প্রচেষ্টা নজিরবিহীন এবং যা নোবেল শান্তি পুরস্কার কমিটি বারবার এড়িয়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আব্রাহাম চুক্তি হয়েছিল। এটা মূলত সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন ও ইজরায়েলের মধ্য়ে এই শান্তি চুক্তি করা হয়েছিল।

(Feed Source: zeenews.com)