মাত্রাছাড়া দুর্নীতি কোন দেশ, কোন দেশের সরকারের ভাবমূর্তি স্বচ্ছ, ভারত কোথায় দাঁড়িয়ে, এল রিপোর্ট

মাত্রাছাড়া দুর্নীতি কোন দেশ, কোন দেশের সরকারের ভাবমূর্তি স্বচ্ছ, ভারত কোথায় দাঁড়িয়ে, এল রিপোর্ট

নয়াদিল্লি: দেশ হোক বিদেশ, দুর্নীতির বিস্তার সর্বত্রই। কোথাও বেশি, কোথাও কম, এইটুকুই ফারাক মাত্রা। কিন্তু বর্তমান দিনে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি, তালিকা প্রকাশ করল Transparency International. ২০২৩ সালের Corruption Perceptions Index (CPI) প্রকাশ করেছে তারা। ১৮০টি দেশকে রাখা হয়েছে তালিকায়। কোন দেশের সরকার কত বেশি স্বচ্ছতার সঙ্গে কাজ করে, তা বুঝতে ০ থেকে ১০০-র মধ্যে নম্বর দেওয়া হয়েছে বিভিন্ন দেশকে। ০ অর্থাৎ ভাবমূর্তি স্বচ্ছ নয়, দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে রয়েছে। ১০০ অর্থাৎ, স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতিমুক্ত। (Most Corrupt Countries)

স্বচ্ছ ভাবমূর্তির নিরিখে একেবারে শীর্ষে রয়েছে ডেনমার্ক। ১০০-র মধ্যে ৯০ পেয়েছে তারা। এই নিয়ে একটানা ষষ্ঠ বছর তালিকায় শীর্ষ স্থান দখল করল তারা। দেশের বিচারব্যবস্থাও ভাল ভাবে কাজ করছে বলে রিপোর্টে জানানো হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। ১০০-র মধ্যে ৮৭ নম্বর পেয়েছে তারা। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের প্রাপ্ত নম্বর ৮৫। অর্থাৎ সেখানকার সরকার দুর্নীতির অভিযোগ থেকে মূলত মুক্তই। (Transparency International)

তালিকায় এর পর নাম রয়েছে নরওয়ের। তাদের প্রাপ্ত নম্বর ৮৪। এর পর, পর পর রয়েছে সিঙ্গাপুর (৮৩), সুইডেন (৮২), সুইৎজারল্যান্ড (৮২), নেদারল্যান্ডস (৭৯), জার্মানি (৭৮) এবং লাক্সেমবার্গ (৭৮)। তালিকায় এক থেকে ১০-এ থাকা এই দেশগুলির সরকার দুর্নীতি থেকে মুক্ত বলে উঠে এসেছে রিপোর্টে।

অন্য দিকে, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সোমালিয়ার নাম উঠে এসেছে রিপোর্টে। তাদের প্রাপ্ত নম্বর ১১। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে নাম রয়েছে ভেনিজুয়েলা (১২), সিরিয়া (১৩), দক্ষিণ সুদান (১৩) এবং ইয়েমেনের (১৬)। রিপোর্টে লেখা হয়েছে, দীর্ঘায়িত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশগুলি।  মূলত সশস্ত্র সংঘর্ষে বিদ্ধ। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গন্য হয়েছে উত্তর কোরিয়াও। বিশ্বব্যাঙ্ক , ওয়র্ল্ড ইকনমিক ফোরাম-সহ বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

এই তালিকায় ৯৩ নম্বর স্থানে রয়েছে ভারত। ভারতের প্রাপ্ত নম্বর ৩৯। অর্থাৎ ভারতেও দুর্নীতি রয়েছে। ভাবমূর্তি স্বচ্ছ নয়। তবে ২০২২ সালের নিরিখে খুব একটা রদবদল হয়নি। আগের বছর তালিকায় ৪০তম স্থানে ছিল ভারত। প্রাপ্ত নম্বর ছিল ৮৫। ভারতের দুই পড়শি দেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিপুল পরিমাণ ঋণ রয়েছে ঘাড়ে। পাকিস্তানের প্রাপ্ত নম্বর ২৯। শ্রীলঙ্কার ৩৪। ভারতের আর এক পড়শি দেশ বাংলাদেশের প্রাপ্ত নম্বর ২৪। অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে বেশি দুর্নীতি সেখানে।

(Feed Source: abplive.com)