কেমন হল মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন? ভালো নম্বর উঠবে? কী বলছেন শিক্ষকরা

কেমন হল মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন? ভালো নম্বর উঠবে? কী বলছেন শিক্ষকরা

শুরু হল মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে অনেকেরই নানা সংশয় থাকে। আর পরীক্ষা দেওয়ার পরে থাকে দুরুদুরু বুকে অপেক্ষা। প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। বহু ছাত্রছাত্রী এদিন বাংলা পরীক্ষা দিয়ে ফিরলেন। কেমন হল পরীক্ষার প্রশ্নপত্র। কতটা নম্বর উঠতে পারে এই প্রশ্নপত্রে? পরীক্ষা শেষে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় বাংলার অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে। কী বললেন তাঁরা? দেখে নেওয়া যাক।

শিক্ষকদের রিভিউ

প্রথমেই যোগাযোগ করা হয় কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক সপ্তর্ষি রায়ের সঙ্গে। এর আগে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে এবারের মাধ্যমিকের বাংলা পরীক্ষা সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন। তিনি জানালেন, যেমন আন্দাজ করা গিয়েছিল, এবার প্রশ্ন অনেকটাই তেমনই হয়েছে।

তাঁর মতে, MCQ বিভাগের প্রশ্ন বেশ সহজ হয়েছে। যারা পড়াশোনা করেছে, তাদের জন্য খুবই সহজ হবে উত্তর দেওয়া। ২ নম্বর বিভাগে যে প্রশ্নগুলি এসেছে, সেগুলির বেশির ভাগই একেবারে সরাসরি প্রশ্ন। ফলে এটি পরীক্ষার্থীদের জন্য নম্বর তোলার দারুণ জায়গা। ব্যাকরণ থেকেও যে প্রশ্ন এসেছে, তা বেশ সহজ। একদম গোড়ার প্রশ্ন। খুব বেশি জটিল নয়। ক্রিয়া দেখেই সহজে কারক নির্ণয় করা যাবে। তার জন্য বিশেষ মাথা খাটানোরও দরকার হবে না। ৩ নম্বর বিভাগের ক্ষেত্রে তাঁর মত, এই বিভাগের প্রশ্নগুলিও ঠিক আছে, পরীক্ষার্থীরা খুব একটা সংকটে পড়বে না।

যে বিষয়টি এবারের প্রশ্নপত্রে সবচেয়ে ভালো বলে তাঁর মত, তা হল ৫ নম্বর বিভাগে প্রশ্নগুলিকে ভেঙে দেওয়া। সপ্তর্ষিবাবুর কথায়, ‘এই যে ৩+২— এভাবে প্রশ্নের পূর্ণমান ভেঙে দেওয়া হয়েছে, এতে পরীক্ষার্থীদের খুবই সুবিধা হবে। কারণ এতে নম্বর তোলার জায়গা বাড়বে।’ এছাড়াও এবারের প্রশ্নে প্রবন্ধের বিভাগটিও বেশ সহজ হয়েছে বলেই তাঁর মত। শিক্ষক মহাশয়ের কথায়, ‘কোনির লড়াই নিয়ে যে প্রশ্নটি এসেছে, তা টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে। শুধু একটি নয়, বহু বিভাগের বহু প্রশ্নের ক্ষেত্রেই এটি সত্যি। ফলে একটু পড়ে এবং প্র্যাকটিস করে যারাই পরীক্ষা দিতে গিয়েছে, তাদের কোনও অসুবিধাই হবে না।’

নম্বর কেমন উঠতে পারে

শিক্ষক সপ্তর্ষি রায়ের কথায়, ‘এই প্রশ্ন দেখেই আন্দাজ করা যাচ্ছে, এবারের মাধ্যমিকের বাংলা পরীক্ষায় ভালো নম্বর উঠবে। শুধু মাত্র ভালো ছাত্রছাত্রীরাই নয়, যারা হয়তো অতটাও মন দিয়ে বাংলা পড়েনি বা মেধার নিরিখে একটু পিছিয়ে রয়েছে— তাদেরও এই প্রশ্নপত্রে নম্বর তুলতে বিশেষ অসুবিধা হবে না।’

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, ‘প্রশ্ন খুব ভালো হয়েছে। পরীক্ষার্থীরা খুশি।’

কী কী রচনা এসেছে মাধ্যমিকের বাংলা পরীক্ষায়?

মানবকল্যাণে বিজ্ঞান

বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী

দেশভ্রমণ শিক্ষার অঙ্গ

একটি কলমের আত্মকথা

বঙ্গানুবাদে কী এসেছিল?

We live in India and work for India. But we should not forget that we belong to the larger family of the world. The people living other countries are after all our cousins. It would be such excellent thing if all the people in the world are happy and contend.

পড়ুয়াদের প্রতিক্রিয়া

কলেজ স্ট্রিট পাড়ার এক সরকারি স্কুলের এক ছাত্র পরীক্ষা দিয়ে বেরোনোর পরে বলে, ‘পরীক্ষা ভালো হয়েছে। যেমন ভেবেছিলাম, তেমনই প্রশ্ন এসেছে। আশা করছি, ভালো নম্বর পাবো।’ যদিও অভিভাবকদের কেউ কেউ এতে আবার অখুশিও। নামপ্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের মত, প্রশ্ন আরও একটু কঠিন হলে, মূল্যায়ন সহজ হত। অর্থাৎ যারা বেশি করে পড়েছে, তাদের সঙ্গে অন্যদের নম্বরের পার্থক্য বাড়তে পারত।

(Feed Source: hindustantimes.com)