নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে লাগে ৩ ঘন্টা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল BSF

নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে লাগে ৩ ঘন্টা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল BSF

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আজ থেকে শুরু হল মাধ্যমিক (Madhyamik Exam 2024)।নিজেদের গাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam 2024 ) পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বিএসএফ (BSF)। দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহের জারি ধরলা, দড়িবস এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজেদের গাড়ি করেই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করল বিএসএফ।

ধরলা নদী পেরিয়ে এপারে, ওকরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসলেন পরীক্ষার্থীরা। বিএসএফের চেক পোষ্টে  চেকিং নিয়ে নানা সমস্যা ছিল। সেই সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয় বিএসএফ। নদী চর পেরিয়ে বাড়ী থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে লাগতো প্রায় ৩ ঘন্টা। নদী পেরিয়ে বিএসএফ-র চেকিং অতিক্রম করে তাঁদের বিদ্যালয়ে পৌঁছতে লাগতো। কিন্তু সেই সমস্যা বিএসএফ-র তৎপরতায় দূরীকরণ হয়ে যায়। এদের মাধ্যমিকের প্রথম দিন বিএসএফ-র আধিকারিকরাই  ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিএসএফের এহেন উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা।

প্রসঙ্গত, গোটা রাজ্যজুড়েই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা প্রশাসনের। জীবনের প্রথম বড় পরীক্ষায় যাতে ভাল ফল করতে পারে, সেজন্য গোলাপ ও পেন দিয়ে শুভেচ্ছা তো বটেই, সঙ্গে রাজ্যের যে এলাকাগুলিতে হাতির হানা-সহ নানা বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পরিষেবা বন দফতরের তরফে (Forest Department)।

ঝাড়গ্রাম -বাঁকুড়ার একাধিক এলাকা জঙ্গল অধ্যুষিত। তাই পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই ভোগান্তির মুখে না পড়ে তাই বড় পদক্ষেপ নিয়েছে বন দফতর। এদিন ,মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তার জন্য জঙ্গল অধ্যুষিত রাস্তা গুলিত এসকর্ট করে হুটার বাজিয়ে পরীক্ষার্থীদের গাড়ি পৌঁছে দিল বনদপ্তরের আধিকারিকেরা। চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল থেকে নয়াগ্রাম রাস্তাতে উঠে এল সেই ছবি। শুধু তাই নয়, জঙ্গলমহলের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বন দফতরের কর্মীদেরকেও মোতায়েন করা হয়েছে।

বাঁকুড়া উত্তর ও পাঞ্চেত বন বিভাগ মিলিয়ে মোট ৪৫ টি হাতি অবস্থান করছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড় রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২৮ হাতি। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। গত কয়েকদিন আগে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটেছে দু- দুটি প্রাণ হানির ঘটনা। তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলির মাধ্যমিক পরীক্ষার্থীরা  যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর। পাশাপাশি বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতেরও ব্যবস্থা করছে বন দফতর।

(Feed Source: abplive.com)