Fighter BO: ‘ডুবল’ হৃতিক-দীপিকার ফাইটার! নবম দিনে আয় সবচেয়ে কম, কত ঘরে এল?

Fighter BO: ‘ডুবল’ হৃতিক-দীপিকার ফাইটার! নবম দিনে আয় সবচেয়ে কম, কত ঘরে এল?

২০২৪-এ বলিউডের প্রথম বড় রিলিজ ফাইটার। প্রথমবার রুপোলি পর্দায় একসঙ্গে হৃতিক-দীপিকা। স্বভাবতই ফাইটার ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ফিকে দীপিকা-হৃতিক ম্যাজিক। দেশপ্রেমের ভাবনা ভরপুর এই ছবিতে। সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে টিম ফাইটার। তবুও প্রযোজকদের ভাঁড়ার ভরল না! মুক্তির দ্বিতীয় শুক্রবার মাত্র ৫.৩৫ কোটি টাকা আয় করেছে এই ছবি, বলছে Sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট।

এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ১৫১.৮৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই ছবির। যা এই ব্যায়বহুল ছবির নিরিখে যথেষ্ট কম। জানা যাচ্ছে ফাইটার তৈরির বাজেটই ২৫০ কোটি টাকা, প্রমোশনের খরচ মেলালে অঙ্কটা আরও বাড়বে। গত শুক্রবার, প্রজাতন্ত্র দিবসে এই ছবি দেশজুড়ে সর্বোচ্চ ৪১.২০ কোটি টাকার ব্যাবসা করেছিল। এরপরই লাগাতার কমেছে ছবির টিকিট বিক্রির পরিমাণ।

ফাইটার শনিবার ২৭.৫ কোটি, রবিবার ২৯ কোটি টাকা আয় করে। নতুন সপ্তাহে পা দিয়েই দু অঙ্কের ঘরে আর পৌঁছাতে পারেননি হৃতিক-দীপিকা। সোমবার ৮ কোটি, মঙ্গলবার ৭.৫ কোটি, বুধবার ৬.৫ কোটি এবং বৃহস্পতিবার ৬ কোটি টাকা আয় করে এই ছবি। শুক্রবার ছবির টিকিট বিক্রির পরিমাণ আরও খানিকটা কমল। বিশ্ব বক্স অফিসে ফাইটারের সার্বিক আয় ২৫০ কোটি ছুঁয়েছে।

২০০৪ সালের ‘বচনা অ্যায় হাসিনো’ এবং ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর সিদ্ধার্থ আনন্দের সঙ্গে দীপিকার তৃতীয় ছবি এটি। হৃতিক রোশনের সঙ্গেও সিদ্ধার্থ আনন্দের এটি তৃতীয় সিনেমাও। ব্যাং ব্যাং,ওয়ার -এর পর ফাইটার নিয়ে হাজির তাঁরা।

এই ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে রয়েছেন হৃতিক। কাঁধে কাঁধ মিলিয়ে হৃতিককে টেক্কা দিতে তৈরি দীপিকা। ছবিতে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় রয়েছেন তিনি। এছাড়াও ছবিতে দেখা মিলেছে অনিল কাপুর, করণ সিং গ্রোভারদের।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে থাকা জঙ্গি শিবিরগুলিতে ভারতীয় সেনার পক্ষ থেকে করা হয়েছিল এয়ার স্ট্রাইক। যা আসলে ছিল, জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ের উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে। সেই হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিল। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ভারতকে। সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) বৃহত্তম শিবিরের বিরুদ্ধে বিমান হামলা করা হয়েছিল সেনার তরফে। আর সেই সত্যি ঘটনাই উঠে এসেছে সিদ্ধার্থ আনন্দের সিনেমায়।

হৃতিকের কেরিয়ারের সবচেয়ে বড় হিট ওয়ার (৩১৮ কোটি) এবং কৃষ (২৪৪ কোটি)। ‘ফাইটার’ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন হৃতিক ভক্তরা। বিশেষত নায়কের আগের ছবি ‘বিক্রম বেদা’র ভরাডুবির পর, কিন্তু এবারও হাতে এল হতাশা। দেশের বক্স অফিসে এই ছবির ২০০ কোটির গণ্ডি ছোঁয়া কার্যত অসম্ভব।

(Feed Source: hindustantimes.com)