দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা

দ্বিতীয় দিনেও বিপত্তি, সোশাল মিডিয়ায় মাধ্যমিকের প্রশ্নের ছবি, বাতিল ১২ জনের পরীক্ষা

কলকাতা: মাধ্যমিকের (Madhyamik 2024) দ্বিতীয় দিনেও বিপত্তি। আজও পরীক্ষা শুরুর পর সোশাল মিডিয়ায় মাধ্যমিকের (Madhyamik 2024) প্রশ্নের ছবি। বাতিল করা হল ১২ জনের পরীক্ষা। পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মালদা ও জলপাইগুড়ির ৩টি স্কুলের ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল।

দ্বিতীয় দিনেও বিপত্তি: শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। আর মাধমিকের দ্বিতীয় দিনেও প্রথম দিনের পুনরাবৃত্তি। পরীক্ষা শুরুর পরই বাইরে চলে এল ইংরেজি প্রশ্নের কয়েকটি পাতার প্রতিলিপি। এই ঘটনায় এবার  চক্রান্তের তত্ত্ব খাড়া করল বোর্ড। পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ঘুরতে দেখা যায় প্রশ্নপত্রের কয়েকটি পাতার ছবি। সেই ছবি দেখে কিছুক্ষণের মধ্যেই চিহ্নিত করা হয় মালদা ও জলপাইগুড়ির ৩টি স্কুলের ১২ জন পরীক্ষার্থীকে। তাঁদের মধ্যে ১১ জনই মালদার ২টি স্কুলের। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ১২ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পর্ষদের অভিযোগ, সরকার ও বোর্ডকে কালিমালিপ্ত করতে চক্রান্ত হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “কাল পর্য়ন্ত মনে হয়েছিল, সাধারণ ঘটনা। আজ মনে হচ্ছে, পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা হচ্ছে। সরকার ও বোর্ডকে কালিমালিপ্ত করতে চক্রান্ত হচ্ছে।”

পরপর দুদিনই একই ঘটনা ঘটায় উঠছে একাধিক প্রশ্ন। এত নজরদারির পরেও মোবাইল ফোন সহ বৈদ্য়ুতিন যন্ত্র নিয়ে কী করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা? প্রশ্নপত্রের ছবি বাইরে আসার ঘটনা আটকানো যাচ্ছে না কেন? শুক্রবার ঘটেছিল একই ঘটনা। পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, এবার প্রশ্নপত্রের প্রতি পাতায় রাখা হয়েছে ইউনিক গোপন কোড। যাতে কোনও প্রশ্নপত্রের ছবি তোলা হলে, তা দেখে বোঝা যাবে সেই প্রশ্নপত্র কোন পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছিল। পাশাপাশি, অ্যাটেন্ডেন্স শিট লিখে রাখা প্রশ্নপত্রের নম্বর দেখে জানা যাবে, সেই প্রশ্ন কোন ছাত্রকে দেওয়া হয়েছিল। সেই মতো এদিনও পর্ষদের পক্ষ থেকে দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় অভিযুক্তদের।

(Feed Source: abplive.com)