কেমন হল মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র? কোন প্রশ্নগুলি সহজ হয়েছে? বললেন শিক্ষকেরা

কেমন হল মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র? কোন প্রশ্নগুলি সহজ হয়েছে? বললেন শিক্ষকেরা

এই বছরের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। শনিবার ছিল ইংরেজি পরীক্ষা। সারা বাংলা জুড়ে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে, যাদের প্রথম ভাষা বাংলা। তাদের কারও কারও ক্ষেত্রে ইংরেজি পরীক্ষা কঠিনও হয়ে পড়ে। এবারের পরীক্ষাতেও কি তেমন কিছু হয়েছে? কারা এবারের পরীক্ষায় ভালো ফল করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞ শিক্ষকরা?

দ্বিতীয় দিনের পরীক্ষার পরে ইংরেজির প্রশ্নপত্র মূল্যায়ন করার জন্য শিক্ষকদের মুখোমুখি হয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। তাঁরা জানালেন, এবারের মাধ্যমিকের প্রশ্নপত্র ঠিক কেমন হয়েছে পরীক্ষার্থীদের জন্য।

শিক্ষকদের রিভিউ

মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে জানতে চাওয়া হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুল ফর বয়েজ (গভ. স্পনসর্ড) স্কুলের ইংরেজির সহশিক্ষিক সৌমিতা পাত্রের কাছে। তিনি বলেন, ‘মোটের উপর এবারের ইংরেজি প্রশ্ন ভালো মানের হয়েছে। এই প্রশ্নে ভালোই নম্বর উঠতে পারে। রাইটিং বিভাগেও যে প্রশ্ন এসেছে, সেগুলিও পরীক্ষার্থীদের খুব একটা ঝামেলায় ফেলার মতো নয়। যারা ভালো করে পড়েছে, তাদের এই প্রশ্নপত্রে ভালো নম্বর তোলার সুযোগ রয়েছে।’

মোট কথা, এবারের পরীক্ষার প্রশ্নপত্র যে ভালো পড়ুয়াদের খুব একটা সমস্যায় ফেলবে না, সে বিষয়ে শিক্ষকরা একমত। এমনকী যারা অন্য বিষয়ে জোর দিতে গিয়ে ইংরেজিতে ততটা বেশি সময়ও দিতে পারেনি, তাদের ক্ষেত্রেও এই প্রশ্নপত্র খুব একটা ঝামেলার নয়। বিশেষ করে সেই সব পড়ুয়ারা যদি মাথাঠান্ডা করে পরীক্ষা দিয়ে থাকে, তাহলে পরীক্ষার ফল ভালোই হবে।

নম্বর কেমন উঠতে পারে এবার

মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র সম্পর্কে অনেক পড়ুয়ারই ভয় থাকে। অনেকেই মনে করেন, এই বিষয়ে নম্বর তোলা বেশ কঠিন। কিন্তু এবারের প্রশ্ন যা হয়েছে, তাতে কি সেই ভয় আদৌ যৌক্তিক? কী বলছেন শিক্ষকরা?

অভিজ্ঞ শিক্ষকদের মত, এবারের ইংরেজি পরীক্ষায় ভালো নম্বর তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা দারুণ ভাবে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে তো বলারই দরকার নেই, যারা ইংরেজি ভাষাটি নিয়ে মাঝারি মাপের পড়াশোনা করেছে, তারাও এই প্রশ্নপত্রে ভালো নম্বর তুলতে পারে বলে মনে করছেন অনেকেই।

রাইটিং বিভাগে কী কী এসেছিল এবারের পরীক্ষায়?

প্রতিবারের মতোই এবারেও মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার যে বিভাগটি নিয়ে অনেক পরীক্ষার্থীর মনেই শঙ্কা ছিল, সেটি হল রাইটিং বিভাগের বিষয়বস্তু। শিক্ষকদের মতে, এবারের রাইটিং বিভাগে নিজের প্রিয় উৎসব নিয়ে বন্ধুকে চিঠির লেখার একটি টপিক ছিল। সেটি বেশ ভালো। একই সঙ্গে পরীক্ষার্থীদের কল্পনাশক্তির পরীক্ষা হতে পারে। তার পাশাপাশি এটি থেকে ভালো নম্বর তোলারও সুযোগ রয়েছে।

পড়ুয়াদের প্রতিক্রিয়া

সল্টলেক এলাকার এক স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর পর এক ছাত্রী একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনে বলেছে, ‘খুব সহজ ছিল। যেমন আগে প্রস্তুতি নিয়েছিলাম, সেরকমই প্রশ্ন এসেছে। খুব সুন্দর পরীক্ষা হয়েছে।’ এক অভিভাবকও জানান, পরীক্ষা দিয়ে তাঁর ছেলে বেশ আত্মবিশ্বাসী— ভালো নম্বর উঠবে।

(Feed Source: hindustantimes.com)