নোকিয়া কোম্পানির দিন কি শেষ হয়ে এল! বারংবার এই প্রশ্নে আলোড়িত হয়েছে টেক দুনিয়া। এবার অবশ্য বড় ঘোষণা করল নোকিয়া স্মার্টফোন এবং ফিচার ফোনের নির্মাতা সংস্থা এইচএমডি গ্লোবাল। এবার থেকে এইচএমডি গ্লোবাল এইচএমডি ব্র্যান্ড যুক্ত ফোনই লঞ্চ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত এইচএমডি তাদের এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নোকিয়ার নাম সরিয়ে দিয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে আলোড়ন। এর আগে মাইক্রোসফট নোকিয়ার ফোন নির্মাণ এবং বিক্রি করেছিল। এর পরবর্তীতে নোকিয়ার স্বত্ত্ব তারা বিক্রি করেছিল এইচএমডি গ্লোবাল-এর হাতে। এইচএমডি গ্লোবাল কোম্পানিটি তাদের নিজেদের নামে মোবাইল ফোন নিয়ে এলেও নোকিয়ার ফোনও উৎপাদন করবে।
নব্বই এর দশকে মোবাইলের ব্র্যান্ড বলতে লোকের মুখে একটাই নাম ছিল, তা হল নোকিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্ডয়েড ফোনের দৌড়ে বাজারে অনেকটাই পিছনে পড়ে গিয়েছিল তারা। স্মার্ট ফোনের রমরমা শুরু হলেও সেই বাজারে মোটেই সুবিধা করতে পারেনি নোকিয়া। এরপরই হিউম্যান মোবাইল ডিভাইসের সঙ্গে মিলে তারা স্মার্ট ফোন বাজারে আনে। এবার সেই এইচএমডি গ্লোবাল নোকিয়ার সোশ্যাল হ্যান্ডেল এবং ওয়েবসাইটের নাম পরিবর্তন করে হিউম্যান মোবাইল ডিভাইস (এইচএমডি) করেছে। এর পাশাপাশি Nokia.com/ phones URL-টি এখন নোকিয়া ব্যবহারকারীদের HMD Global-এর ওয়েবসাইটে নির্দেশ করছে।
এইচএমডি ডটকমে গেলেই এইচএমডি এবং নোকিয়া ফোনের বিভিন্ন মডেলগুলি আপনি দেখতে পাবেন সহজেই। তবে কোম্পানিটি জানিয়েছে এইচএমডি স্মার্টফোন এবং ফিচার ফোন তৈরির দিকেই বিশেষ নজর দেবে তারা। তবে নোকিয়ার ফোনগুলিও তারা তৈরি করবে আপাতত। ২০১৭ সাল থেকে নোকিয়ার মোবাইল ফোনগুলি তৈরি করে চলেছে এই কোম্পানি। দশ বছরের জন্য স্বত্ব কিনে নেওয়ায় এখনও পর্যন্ত তারা দায়বদ্ধ নোকিয়া কোম্পানির ফোনগুলি তৈরির জন্য। এইচএমডি অতি সম্প্রতি একটি তাদের নতুন স্মার্ট ফোন নিয়ে আসছে বাজারে, তা দেখার জন্যই অপেক্ষায় সাধারণ মানুষ।
(Feed Source: hindustantimes.com)