পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদই বা কত?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদই বা কত?

Jobs And Recruitments: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) অর্থাৎ পিএনবি (PNB) – তেও নিয়োগ হতে চলেছে। এখানেও স্পেশালিস্ট পদে (Specialist Officer) নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। তার জন্য আবেদনকারীদের যেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট pnbindia.in – এখানে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে এবং তা চালু থাকবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১০২৫টি শূন্যপদে নিয়োগ করবে পিএনবি কর্তৃপক্ষ। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন

    • অফিসার-ক্রেডিট- ১০০০
    • ম্যানেজার-ফোরেক্স- ১৫
    • ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫
    • সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে

পিএনবি কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেবে আবেদনকারীদের। এরপর থাকবে পার্সোনাল ইন্টারভিউ। অথবা শুধু পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে। কতজন প্রার্থী আবেদন জানাচ্ছেন, গোটা বিষয়টি তার উপর নির্ভর করবে। লিখিত পরীক্ষা হবে অনলাইনে, মোট ১০০ নম্বরের। ২ ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা। আর পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকবে ৫০ নম্বর। 

অ্যাপ্লিকেশন ফি, কার জন্য কত ধার্য করা হয়েছে

    • তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেহশভাবে সক্ষমদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে থাকবে ১৮ শতাংশ জিএসটি। সব মিলিয়ে মোট খরচ ৫৯ টাকা (only postage charges)
    • অন্যান্য ক্যাটেগরিতে থাকা আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ১৮ শতাংশ জিএসটি। মোট খরচ ১১৮০ টাকা। 
    • অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড (RuPay/ Visa/ Master Card), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, এইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট, ইউপিআই- এইসব মাধ্যমে। 

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ

ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৭ জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের আবেদন জানানোর শেষ তারিখ আগামীকাল, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি। আগামী ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

(Feed Source: abplive.com)