‘জেলে লেখাপড়ার ব্যবস্থা করেছেন ? বইটই কেনা হচ্ছে?’ পার্থকে নিয়ে প্রশ্নে হাসির রোল বিজেপি বিধায়কদের

‘জেলে লেখাপড়ার ব্যবস্থা করেছেন ? বইটই কেনা হচ্ছে?’ পার্থকে নিয়ে প্রশ্নে হাসির রোল বিজেপি বিধায়কদের

কলকাতা : জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ । ‘দুর্ভাগ্যবশত প্রাক্তন সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন ? বইটই কেনা হচ্ছে?’ এমনই প্রশ্ন করেন বিধায়ক অশোক লাহিড়ি। তাঁর প্রশ্নের পর হাসিতে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। যদিও স্পিকার মন্তব্য করেন, ‘এটা তামাশা করার জায়গা নয়। উনি পড়তে চাইলে বইয়ের ব্যবস্থা হবে।’ এর পাশাপাশি প্রশ্ন গৃহীত হবে না বলে জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আর্জি খারিজ হয়ে যায়। এদিন জামিনের তীব্র বিরোধিতা করে CBI… কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যাঁরা তাঁদের অপরাধে সাহায্য় করত না, বাধা দিত, তাঁদের জোর করে পদত্য়াগ করতে বাধ্য় করা হত বলেও দাবি করে CBI।

আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সিবিআইয়ের কাছে সেই তথ্য় প্রমাণ রয়েছে। তদন্তে দেখা যাচ্ছে, গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে, শনিবার আদালতে এমনই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী!

আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যখন বছরের পর বছর রাস্তায় কাটাচ্ছেন। মাথা কামিয়ে তাঁদের প্রতিবাদ জানাতে হচ্ছে। তখন বারবার প্রশ্ন উঠছে, হাজার হাজার তরুণ-তরুণীর এই পরিণতির জন্য় দায়ী কারা? এই প্রেক্ষাপটে শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের বিরোধিতা করে, CBI-এর আইনজীবী আদালতে বলেন,  শিক্ষা সমাজ গড়ে তোলে। একজন চিকিৎসক ভুল করলে, তাতে রোগীর ক্ষতি হয়। কিন্তু, যাঁরা অযোগ্য় চাকরিপ্রার্থীদের শিক্ষক বানিয়েছেন, তাতে গোটা সমাজের ক্ষতি!

শনিবার, আলিপুরের CBI আদালতে, ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি বলেন, তদন্ত শেষ হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম FIR-এ ছিল না। বিচার কবে হবে, তার ঠিক নেই। পার্থ চট্টোপাধ্য়ায়কে আটকে রাখা হয়েছে। তদন্ত যখন শেষ, তখন কেন হেফাজতে রাখা হবে? যে কোনও শর্তে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।

(Feed Source: abplive.com)