ভাইরাল অডিও ক্লিপে ‘কাটমানির’ অভিযোগ, কী প্রতিক্রিয়া দেব-এর ?

ভাইরাল অডিও ক্লিপে ‘কাটমানির’ অভিযোগ, কী প্রতিক্রিয়া দেব-এর ?

সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা : সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। দাবি করলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। যা বলার দিদি বলবেন। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব (TMC MP Dev)।

অডিও ক্লিপে কী শোনা যাচ্ছে ?

প্রায় এক দশক আগে, প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যিনি এই কথাগুলো বলেছিলেন, সেই তৃণমূল সাংসদ দেব রাজনীতির স্বাদ বুঝেছেন। তাঁর কাঁধেও এখন চেপেছে দুর্নীতি, কাটমানির মতো অভিযোগের বোঝা। অডিও ক্লিপে শোনা যাচ্ছে,’আমি দিদিকে মানে কী বলব, এমন কথা বলেছি যে, দেব আমার কাছে, তাঁর MLA…MP LAD থেকে মানে ৩০ শতাংশ কমিশন চাইছে। দিদি বলছে, তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু…কিন্তু, এটা আমি দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে? না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন।’

অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার?

এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে?  ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।’  এই ‘উনিটা’ আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায়  ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।’

‘হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা’

২০১১-তে প্রথমবার ঘাটালের তৃণমূল বিধায়ক নির্বাচিত হন শঙ্কর দলুই। আর ২০১৪-তে প্রথমবার ঘাটাল লোকসভা থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন দেব। ঘাটালের রাজনীতির আনাচ-কানাচে তৃণমূলের এই ২ জনের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রায়ই সামনে আসে।এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া অডিও ক্লিপে, যে কণ্ঠে ৩০ শতাংশ কাটমানির অভিযোগ শোনা যাচ্ছে, তা ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেবের সাংসদ প্রতিনিধি।

কী বলছেন শঙ্কর দলুই ?

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান শঙ্কর দলুই বলেন, ‘আমি মনে করি, এই অডিও ভাইরালটা পুরো উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি এ সম্পর্কে আমার কিছু এ নেই এবং অনেক সময় অনেক কিছু ভাইরাল করার ক্ষেত্রে ভয়েজকে অনেক কিছু করা যায়। আমি মনে করি, এটা আমার স্মরণেও নেই এবং আমার এটা দেওয়া নয়, এটা আমার মনে হয়েছে। এটা কবেকার খবর, কীসের খবর আমি তাও জানি না।’

এদিকে যার নাম ঘিরে এত কথা, সেই দেব কী প্রতিক্রিয়া দিলেন ?

ঘাটাল তৃণমূল সাংসদ দেবকে সংবাদ মাধ্যমের তরফে বলা হয়, ‘আপনার একটা অডিও ভাইরাল হয়েছে। বলছে ৩০ শতাংশ কমিশন চাইছেন দেব! আপনার দলেরই নেতা বলছেন!’ কথার সাপেক্ষে পাল্টা প্রশ্ন তোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। প্রশ্ন তোলেন, ‘কাকে বলেছে?’ এরপর সংবাদ মাধ্যমের তরফে ক্লিপের কথা মনে করিয়ে বলা হয়, ‘দিদিকে বলেছে, দিদিকে…’। এবার এই কথা থেকেই সুর টেনে যবনিকা টানেন দেব। স্পষ্ট বলেন, দিদির জবাব দেওয়া উচিত। এদিকে ততক্ষণে তিনি গাড়িতে উঠছেন। একরাশ দাঁড়ির মাঝে তখন চেনা হাসিটা অটুট। হেসেই বলেন,যেই অডিও ক্লিপটা বেরিয়েছে, সেটা আমার মনে হয়, ও, দিদিকে বলতে চাইছে…আমার মনে হয়, দিদি আর ওনার মধ্যে কথা হয়েছে। দিদি উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।

(Feed Source: abplive.com)