”ইচ্ছে হলে হাজার বার জয় শ্রীরাম বলুন…, এখানে সমস্যা কোথায়?”, কেন বললেন শামি

”ইচ্ছে হলে হাজার বার জয় শ্রীরাম বলুন…, এখানে সমস্যা কোথায়?”, কেন বললেন শামি

মুম্বই: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করেছিলেন। ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। এবার জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মুখ খুললেন তারকা ডানহাতি ভারতীয় পেসার।  মাঠে একাধিক বার ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনতে হয়েছে শামিকে। কিন্তু তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ শামি। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ”কেউ চিৎকার করলে তো কারও ক্ষতি হয় না। ‘জয় শ্রীরাম’ বা ‘আল্লাহ আকবর’ বলে হাজার বার চেঁচালেও পার্থক্য তৈরি হয় না। আসলে প্রত্যেক ধর্মেই পাঁচ, ১০ জন মানুষ থাকেন, যাঁরা অন্য ধর্মের মানুষদের পছন্দ করেন না। তাঁদের বিরুদ্ধে আমার কোনও আপত্তি নেই।”

এর আগে বিশ্বতকাপের সময় সেজদা প্রসঙ্গ নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন শামি। সেই প্রসঙ্গ টেনে এনে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার বলেন, ”রামমন্দির তৈরি হয়েছে। ‘জয় শ্রীরাম’ বললে সমস্যা কিসের? হাজার বার বলুন। আমার যদি ‘আল্লাহ আকবর’ বলতে ইচ্ছা হয়, হাজার বার বলব। এর মধ্যে কোনও পার্থক্য নেই।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামি নিজেকে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটারদের মধ্যে একজন বলে জানান। শামির দাবি অনুযায়ী ভারতীয় দলের আর কোনও ক্রিকেটার তাঁর মতো ভারোত্তোলন করতে পারেন না। কেবল সোশ্যাল মিডিয়ায় তিনি সবকিছু পোস্ট করেন না বলে, লোকজন এই বিষয়ে তেমন অবগত নন। শামি বলেন, ‘আর কোনও ক্রিকেটার জিমে আমার থেকে বেশি ওজন তোলে না। আমি তো সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র তেমন পোস্ট করি না, তাই লোকজন খুব একটা এই বিষয়ে অবগত নন। তবে ৭৫০ কেজি ওজন নিয়ে আমি লেগ প্রেস করতে পারি।’

শামির অনবদ্য বোলিং তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তাঁর এহেন পারফরম্যান্সের পর শামির নাম অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত করা হয়েছে। দেশের ক্রীড়াবিদদের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হল অর্জুন পুরস্কার। সেই পুরস্কারের জন্যই শামির নাম মনোনীত করা হয়েছে। খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে শামির নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয়।

(Feed Source: abplive.com)