Kavita Chaudhary Death: দুরদর্শনের ‘উড়ান’ ধারাবাহিকে আইপিএস কল্যাণীর চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। আশি-নব্বইয়ের দশকে টিভিতে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে ললিতাজির চরিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। হৃদরোগে মৃত্যু হল তাঁর। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৭ বছর।
ক্যানসারে আক্রান্ত ছিলেন কবিতা
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কবিতা চৌধুরীর সহপাঠী ছাত্র অনঙ্গ দেশাই কবিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। কবিতা চৌধুরীর ভাইপো অজয় সাওয়াল এবিপি নিউজকে জানান যে, কবিতা বেশ কিছুদিন ধরেই অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে ভর্তি ছিলেন। তিন-চারদিন ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গেই লড়ছিলেন অভিনেত্রী। সেই মত ক্যানসারের চিকিৎসাও হচ্ছিল তাঁর। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার রাত্রি ৮.৩০ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। অজয় সাওয়াল ফের এবিপি নিউজকে জানা যে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে অমৃতসরে।
কবিতার পরিচিতি
দুরদর্শনে প্রচারিত ‘উড়ান’ ধারাবাহিকে আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন কবিতা চৌধুরী। জনপ্রিয় সার্ফ এক্সেলের বিজ্ঞাপনেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কবিতা। ১৯৮০-র দশকে এই বিজ্ঞাপন প্রায়ই দেখা যেত টেলিভিশনে। এমনকী ললিতাজি নামের একটি চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। একটি বিজ্ঞাপনে এক গৃহবধূর চরিত্রে ছিলেন কবিতা যিনি টাকা-পয়সা খরচ করার ব্যাপারে সবসময় ঠিক সিদ্ধান্তই নিতেন।
কবিতা চৌধুরীর বেড়ে ওঠা
কলকাতায় জন্ম হয়েছিল কবিতা চৌধুরীর। পুলিশ অফিসার কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যর ছোটবোন ছিলেন কবিতা। আর ‘উড়ান’ ধারাবাহিকে কল্যাণী সিংয়ের চরিত্রে অভিনয়ের সময় তাঁর দিদিকেই নিজের আদর্শ বলে বেছে নিয়েছিলেন কবিতা। কিরণ বেদীর পরে কাঞ্চনই ছিলেন সেই সময়কার দ্বিতীয় মহিলা আইপিএস অফিসার। এমনকী কোনও রাজ্যের ডিজিপি পদে অধিষ্ঠিত হয়ে তিনিই প্রথম পরিচিতি পান। ১৯৮০-র দশক থেকেই কবিতা চৌধুরী তাঁর অভিনয়জীবন শুরু করেন।
অভিনয় জীবন
১৯৮৯ সালে টেলিভিশনে সম্প্রচারিত হতে শুরু করে ধারাবাহিক ‘উড়ান’ যার মুখ্য ভূমিকায় অভিনয় করতেন কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। বিশাল সাফল্য পায় সেই ধারাবাহিক। সমালোচক এবং দর্শক উভয় তরফেই প্রশংসিত হয় এই ধারাবাহিক এবং কবিতা চৌধুরীর অভিনয়। এরপরে আরও বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন কবিতা চৌধুরী যার মধ্যে অন্যতম ছিল ‘ইয়োর অনার’ এবং ‘আইপিএস ডায়েরিজ’।
(Feed Source: abplive.com)