হৃদরোগে প্রয়াত ‘উড়ান’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী কবিতা চৌধুরী
Kavita Chaudhary Death: দুরদর্শনের ‘উড়ান’ ধারাবাহিকে আইপিএস কল্যাণীর চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। আশি-নব্বইয়ের দশকে টিভিতে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে ললিতাজির চরিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। হৃদরোগে মৃত্যু হল তাঁর। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৭ বছর। ক্যানসারে আক্রান্ত ছিলেন কবিতা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় কবিতা চৌধুরীর সহপাঠী ছাত্র অনঙ্গ দেশাই কবিতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। কবিতা চৌধুরীর ভাইপো অজয় সাওয়াল এবিপি নিউজকে জানান যে, কবিতা বেশ কিছুদিন ধরেই অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে…