BSF-এর গাফিলতিতে মাটিচাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগ, এবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল

BSF-এর গাফিলতিতে মাটিচাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগ, এবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল

রুমা পাল, কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll ) মুখে সন্দেশখালিকাণ্ডকে জাতীয়স্তরে নিয়ে গেছে বিজেপি ( BJP ) । তৃণমূল তখন উত্তর দিনাজপুরের চোপড়ায় ( Chopra ) BSF-এর গাফিলতিতে মাটিচাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগকে হাতিয়ার করেছে। রাজ্যপাল যখন সন্দেশখালির প্রতিবাদীদের দেখা করতে যান, তখন থেকেই তৃণমূল প্রশ্ন তোলে, সন্দেশখালি যাচ্ছেন, অথচ চোপড়া যাচ্ছেন না কেন ?  তাঁকে চোপড়া যাওয়ার অনুরোধ জানান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের কথা রেখে,  সোমবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল ( C V Ananda Bose )। রাতে দার্জিলিং মেলে রওনা দিয়ে আগামীকাল যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়।

১২ ফেব্রুয়ারি, চোপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে চেতনগছ এলাকায় BSF আউটপোস্টের কাছে হাইড্রেন তৈরির কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় BSF-কে কাঠগড়ায় তুলে আন্দোলনে নামে তৃণমূল। সন্দেশখালির তুলনা টেনে রাজ্যপালকে চোপড়াতেও যেতে হবে দাবি জানায় শাসকদল। চন্দ্রিমা ভট্টাচার্য আর্জি জানিয়েছিলেন, ‘আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কি না। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইললিগ্যালি করছিল, পারমিশন না নিয়ে।’ কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন রাজ্যপাল।

এদিকে, রাজ্য়পাল যাওয়ার আগে সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে চোপড়ায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে BSF আউটপোস্টের সামনে মৌন প্রতিবাদ জানাবেন মন্ত্রী।

‘ চোপড়ায় বিএসএফ-এর জন্যই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে! তাদের শাস্তি চাই! ‘ বলে বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  ‘চোপড়ায় যদি ৪টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনও দাম নেই? সেই BSF-এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্মেন্টকে!’

BSF এর তরফে দাবি করা হয়, যন্ত্রর সাহয্যে মাটি কাটা হচ্ছিল। তার পাশেই খেলছিল কয়েকটি শিশু। হঠাৎই মাটি আলগা হয়ে ওই শিশুদের উপর পড়ে। ওই শিশুরা মাটির তলায় চাপা পড়ে যায়। BSF-এর তরফেই ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এর আগে  BSF আউটপোস্টের উল্টোদিকে প্রতিবাদ-অবস্থানে বসেছিলেন রাজ্যের মন্ত্রী ও শাসকদলের জেলা নেতৃত্ব। সাড়ে ৫ ঘণ্টা ধরে সেদিন চলে বিক্ষোভ।

(Feed Source: abplive.com)