‘কোনও আধার কার্ড বাতিল করা হয়নি’, মমতার অভিযোগের মধ্যেই আশ্বস্ত করল UIDAI

‘কোনও আধার কার্ড বাতিল করা হয়নি’, মমতার অভিযোগের মধ্যেই আশ্বস্ত করল UIDAI

কোনও আধার কার্ড বাতিল করা হয়নি। দাবি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তুমুল বিতর্কের মধ্যেই সোমবার ইউআইডিএআইয়ের তরফে বলা হয়েছে, ‘এটা পরিষ্কার করে জানানো হচ্ছে যে কোনও আধার নম্বর বাতিল করে দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে যদি কোনও আধার কার্ড উপভোক্তার অভিযোগ থাকে, তাহলে তাঁরা এখানে নিজেদের মতামত জানাতে পারেন। এরকম কোনও অভিযোগ থাকলে সেটার সমাধান করা হবে।’ সেইসঙ্গে ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, আধারের ডেটাবেসের রক্ষণাবেক্ষণের জন্য নথি সংক্রান্ত এবং আধার সংক্রান্ত তথ্যের আপডেট করা হয়ে থাকে। আধারের ডেটাবেস আপডেট করার নির্দিষ্ট সময় অন্তর আধারের উপভোক্তাদের তথ্য জানানো হয়ে থাকে।

ইউআইডিএআইয়ের তরফে এমন সময় সেই দাবি করা হয়েছে, যখন আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবারই তিনি ঘোষণা করে দিয়েছেন যে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও কোনওরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না পশ্চিমবঙ্গের কোনও মানুষ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও জানান, মঙ্গলবার থেকে চালু করা হবে ‘আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা সেখানে অভিযোগ জানাতে পারবেন বলে জানান মমতা।

আবার তিনি আশ্বাস দেন, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও উপভোক্তাদের টাকা দেওয়া হবে। প্রয়োজনে বিশেষ শিবিরের আয়োজন করে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া উপভোক্তাদের টাকা দেওয়া হবে। সেটা ভিডিয়ো করে রাখা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানান।

যদিও বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, যান্ত্রিক কিছু গোলযোগের ফলে আধার কার্ডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেজন্য সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন মতুয়া সমাজের নেতা তথা বনগাঁর বিজেপি সাংসদ। সেইসঙ্গে কোনও ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তাঁকে জানানোরও আর্জি জানান। সেজন্য প্রদান করেন ইমেল আইডি (aadharsthakurbari@gmail.com) এবং হোয়্যাটসঅ্যাপ নম্বর (9647534453)।

(Feed Source: hindustantimes.com)