বোর্ডে রাজনীতি নিয়ে সরব মনোজ, রয়েছে রঞ্জিতে ঋদ্ধিমানকে না পাওয়ার যন্ত্রণাও

বোর্ডে রাজনীতি নিয়ে সরব মনোজ, রয়েছে রঞ্জিতে ঋদ্ধিমানকে না পাওয়ার যন্ত্রণাও

কলকাতা: কেরল ম্যাচের পরই বোমা ফাটিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রঞ্জি ট্রফির (Ranji Trophy) আম্পায়ারিং থেকে শুরু করে খেলার মান, ক্রিকেটারদের মানসিকতা, সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছিলেন। বিহার ম্যাচ খেলে নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। আর অবসরের ২৪ ঘণ্টা পরেও বোমা ফাটিয়ে গেলেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী।

সোমবার কলকাতায় ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে মনোজ বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডে এখন ক্রিকেটের লোক কম, রাজনীতির লোক বেশি।’ সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে ক্রিকেটারদের ওপর ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা হয়েছে, জাতীয় শিবিরে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। মনোজ বলছেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় লেখালিখি করার পর বোর্ড কিছু পদক্ষেপ নিয়েছে।’ তবু ঈশান কিষাণের মতো কেউ কেউ ঘরোয়া ক্রিকেটে খেলছেন না। যা নিয়ে জলঘোলাও হচ্ছে বিস্তর। মনোজ ঈশানের নাম না করে বলেছেন, ‘কেউ কেউ ঘরোয়া ক্রিকেট খেলছে না। অথচ দুবাইয়ে পার্টি করছে বা কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে যাচ্ছে।’

ঋদ্ধিমান সাহা এখন বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে ক্রিকেট খেলেন। রবিবার মনোজের বিদায়ী সংবর্ধনায় ঋদ্ধির কোনও বার্তাও আনাতে পারেনি সিএবি। ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনোজকে অবসরোত্তর জীবনের শুভেচ্ছা জানান। মনোজ অবশ্য ঋদ্ধিকে নিয়ে আবেগে ভাসছেন। বলছেন, ‘ঋদ্ধিকে না পাওয়ার আক্ষেপ বাংলার অধিনায়ক হিসাবে থেকে যাবে। রঞ্জি অভিযানে ঋদ্ধিকে প্রয়োজন ছিল বাংলার।’

গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদের জন্য তাঁর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল কেরিয়ার সংক্ষিপ্ত হয়েছিল বলে জানিয়েছেন মনোজ। বলেছেন, ‘কেকেআরে থাকার সময় গম্ভীরের সঙ্গে আমার বড় ঝগড়া হয়। সাজঘরে খুব ঝগড়া হয়েছিল। সেই কথা কোনও দিন প্রকাশ্যে আসেনি। ২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়। ওই সময়ে চার মারতে পেরেছিলাম বলে দল জেতে। তার জন্য আর একটা বছর খেলার সুযোগ পাই। ২০১৩-তে গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরও দু’-তিন বছর খেলতাম। তার মানে চুক্তি অনুযায়ী আমার যে অর্থ পাওয়ার কথা ছিল সেটা আরও বাড়ত। ব্যাঙ্ক ব্যালেন্স মজবুত হতো। কিন্তু সেটা নিয়ে ভাবিনি কখনও।’

(Feed Source: abplive.com)