দুবাইতে খুলতে চলেছে সিবিএসই দফতর, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

দুবাইতে খুলতে চলেছে সিবিএসই দফতর, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

খুব শীঘ্রই দুবাইতে দফতর খুলছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হালে আরব আমিরশাহি সফরে। আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠান আহলান মোদী (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় হ্যালো মোদি)-তে যোগও দেন তিনি। সেখানেই জানান দফতর খোলার কথা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দেড় লাখেরও বেশি ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহির স্কুলে পড়াশোনা করছে। গত মাসে দিল্লি আইআইটির এখানকার ক্যাম্পাসে মাস্টার্স কোর্স চালু হয়েছে। এবার দুবাইতে খুব শীঘ্রই খুলতে চলেছে সিবিএসই বোর্ডের স্কুল। এখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেরা শিক্ষাটা দেবে এই সব প্রতিষ্ঠান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত রয়েছেন। কিন্তু তাঁদের হৃদয় এক সুতোয় বাঁধা। তবে তাঁদের প্রত্যেকের হৃদয়ে বাজছে এক সুর, ভারত-আরব আমিরশাহি দোস্তি জিন্দাবাদ।’

তিনি বলেন, ‘এই ঐতিহাসিক স্টেডিয়ামে আমাদের প্রত্যেকের হৃদস্পন্দনে, প্রত্যেকের শ্বাসে, প্রত্যেকের কণ্ঠে একই সুর বেজে চলেছে, ভারত-সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। প্রত্যেক ভারতীয়ই ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতে চান। কোন সেই দেশ যার অর্থনীতি দ্রুত সমৃদ্ধশালী হচ্ছে? ভারত। বিশ্বের কোন দেশে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ রয়েছে? আমাদের ভারত। কোন দেশ প্রথম চেষ্টায়ই পৌঁছে গিয়েছে বুধে? আমাদের ভারত।’

ভারতের চন্দ্রযান মিশন সাফল্যের কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, ‘বিশ্বের কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে? আমাদের ভারত। কোন দেশ নিজেদের চেষ্টায় ফাইভ-জি প্রযুক্তি তৈরি করেছে এবং ব্যবহার করা শুরু করে দিয়েছে? আমাদের ভারত। কোন দেশ একই সঙ্গে একশোটি স্যাটেলাইট লঞ্চের রেকর্ড করেছে? আমাদের ভারত।’

এভাবে ধীরে ধীরে একাধিক দেশে নিজেদের দফতর খুলতে আগ্রহী সিবিএসই। আরব আমিরশাহিতে সিবিএসই বোর্ডের স্কুল হলে প্রবাসী ভারতীয়দের যে বিস্তর সুবিধা হবে, বিশেষত যারা ট্রান্সফার জব নিয়ে অল্পদিনের জন্য গিয়েছেন, তাদের ছেলেমেয়েদের জন্য, সেটা বলাই বাহুল্য।

(Feed Source: hindustantimes.com)