মহিলার কীর্তিতে রেগে আগুন হাতি! তার পরে কী করল সে? দেখলে হাড় হিম হয়ে যাবে

মহিলার কীর্তিতে রেগে আগুন হাতি! তার পরে কী করল সে? দেখলে হাড় হিম হয়ে যাবে

সার্কাস বা চিড়িয়াখানায় হাতি দেখতে ভিড় জমে যায়। ছোটদের জন্য বড়ই আশ্চর্যের এই বিড়াট প্রাণী। হাতি নিয়ে সিনেমাও তৈরি হয়েছে বেশ কয়েকটা। খবরের কাগজেও বহু আশ্চর্যজনক খবর ছেপেছে এই প্রাণীকে নিয়ে। তবে সিনেমার পর্দায় একে শান্ত দেখালেও আদপে কিন্তু একেবারেই শান্ত নয় এই প্রাণী।

এর মাথা গরম হয়ে গেলেই চরম বিপদ। আজও বহু জায়গায় হাতির তাণ্ডবের কথা জানতে পারা যায়। তবে বেশ কিছু জায়গায় মানুষের হাতে খাবার খেতেও দেখা যায় এই প্রকাণ্ড প্রাণীকে। বেড়াতে গেলে অনেকে এর পিঠেও চড়ে। আকারে বিশাল হলেও বড়ই পোষ মেনে যায় এই প্রকাণ্ড প্রাণী।

তবে সম্প্রতি এই হাতির রাগ নিয়েই এক ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়েছে নেট জগতে। যেখানে হাতির সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে চরম বিপত্তির মুখে পড়তে হয়েছে এক মহিলাকে। ঘটেছে মারাত্মক ঘটনা। আসুন জেনে নেওয়া যাক ছিক কী হয়েছিল।

বেশ খোশ মেজাজে মনের আনন্দে খাবার খাচ্ছিল হাতিটি। তাকে দেখে বন্ধুত্ব করতে ছুটে যান এক মহিলা। তার খাবার সময় তাকে বিরক্ত করেন দু-চার বার। ব্যাস এতেই একেবারে রেগে আগুন হয়ে যায় হাতিটি। চটে গিয়ে শুঁড় উঁচিয়ে মহিলার পিঠে এক বাড়ি মারে। আঘাত সহ্য করতে না পেরে আছাড় খান মহিলা। আর তা দেখেই রেগে আগুন হয়েছেন নেটিজেনরা।

বণ্য প্রাণীটিকে এভাবে বিরক্ত করাতে বেশ রেগেই গিয়েছেন পশু প্রেমীরা। এতে প্রাণহানি প্রযন্ত হতে পারত ওই মহিলাটির বলেই আশঙ্কা করেছেন অনেকে। তবে হাতিটি কোনও বড় ক্ষতি না করায় বেশ প্রশংসাই পেয়েছে।

নন এয়েস্থেটিক থিঙ্গস নামক এক ইউজার এই ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা ‘ হাতিকে বন্ধু বানাতে গেলেন মহিলা! তারপরে কী হল দেখুন’। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রাই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলার এই অদ্ভুত কাণ্ড দেখে বিরক্তিই প্রকাশ করেছেন বেশিরভাগ নেটিজেন।

এর আগেও হাতির আক্রমণে মৃত্যুর খবর কম নেই। গত তিন সপ্তাহে কেরালায় হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। অবশেষে হাতির সঙ্গে মোকাবিলা করতে কঠোর নিরাপত্তা নিয়েছে কেরালা সরকার।

শুক্রবার জঙ্গলাকীর্ণ ওয়ানাড় অঞ্চলের পুলপল্লী শহরে ৫২ বছর বয়সী এক ট্যুরিস্ট গাইডকে হাতির পাল আক্রমণ করে হত্যা করেছে বলে জানা গিয়েছে এক স্থানীয় সংবাদমাধ্যমের খবর থেকে।

(Feed Source: hindustantimes.com)