১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের

১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের
মুম্বই: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) কোয়ার্টার ফাইনাল বঢ়োদার মুখোমুখি হয়েছিল রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই। দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়ে মুম্বইকে সেমিফাইনালে তুললেন তনুষ কোতিয়ান (Tanush Kotian) এবং তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে বল হাতে না, ব্যাট হাতে জেতালেন মুম্বইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটার। উভয়ই হাঁকালেন দুরন্ত শতরান। এই দুই তরুণের দৌরাত্ম্যেই ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনালে পৌঁছল মুম্বই।

ক্লান্ত বঢ়োদা বোলিং আক্রমণের বিরুদ্ধে ১২৯ বলে ১২০ রানের ইনিংস খেললেন তিনি। অপরদিকে তুষার করেন ১২৯ বলে ১২৩ রান। মাত্র দ্বিতীয়বার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ও ১১ নম্বর ব্যাটার শতরান হাঁকালেন। ১৯৪৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে শুতে বন্দোপাধ্যায় এবং চন্দু সারওয়াতে একমাত্র জুটি যারা ১০ ও ১১-তে ব্যাট করে শতরান হাঁকিয়েছিলেন। দুইজনে মিলে দশম উইকেটে ২৩২ রান যোগ করেন। জুটি হিসাবে অল্পের জন্য রঞ্জির সর্বকালীন দশম উইকেট পার্টনারশিপ রেকর্ড হাতছাড়া করলেও, তুষার ১১ নম্বর ব্যাটার হিসাবে রঞ্জিতে সর্বকালীন সর্বোচ্চ রান করলেন।

(Feed Source: abplive.com)