১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের
মুম্বই: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) কোয়ার্টার ফাইনাল বঢ়োদার মুখোমুখি হয়েছিল রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই। দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড গড়ে মুম্বইকে সেমিফাইনালে তুললেন তনুষ কোতিয়ান (Tanush Kotian) এবং তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। তবে বল হাতে না, ব্যাট হাতে জেতালেন মুম্বইয়ের ১০ ও ১১ নম্বর ব্যাটার। উভয়ই হাঁকালেন দুরন্ত শতরান। এই দুই তরুণের দৌরাত্ম্যেই ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে লিডের সুবাদে সেমিফাইনালে পৌঁছল মুম্বই। ক্লান্ত বঢ়োদা বোলিং আক্রমণের বিরুদ্ধে ১২৯ বলে ১২০ রানের ইনিংস খেললেন তিনি। অপরদিকে তুষার করেন…