কলকাতা: ভারতের ‘জ্যাক স্প্যারো’ কে? জনি ডেপের মতো দেখতে কারও কথা কল্পনা করছেন? ভুল, ভুল, ‘ডাহা ভুল’ করবেন। উত্তর পেতে পারেন ‘বিল গেটস’-র (Microsoft Co Founder Bill Gates) ইনস্টা পেজে। ভাবছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে ভারতের ‘জ্যাক স্প্যারো’-র সম্পর্ক কী? কে-ই বা তিনি? তা হলে এঁর সঙ্গে আলাপ করা যাক! ইনি ‘ডলি চায়ওয়ালা। (Dolly Chaiwala Goes Viral)’
কে এই ডলি চা-ওয়ালা?
ডলি চায়ওয়ালাকে নিয়ে একটি ভিডিও নিজের ইনস্টা পেজে দিয়েছেন বিল গেটস। তার পর থেকেই হইহই। ইনি তো যে সে চা বিক্রেতা নন, রীতিমতো কেতাদুরস্ত ব্যবসায়ী। এমনিতেই তাঁর ফ্যান ফলোয়িং কম নয়। তার উপর বিল গেটসের ইনস্টা-পেজে তাঁকে নিয়ে ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, ডলি চায়ওয়ালার কাছে এসে এক কাপ চা চেয়েছেন গেটস। তার পর, কী ভাবে নিজস্ব কায়দায় ডলি চা বানালেন, সেটিই দেখার বিষয়। এর মধ্যে ২ লক্ষেরও বেশি ‘ভিউজ’ হয়েছে ওই ভিডিওয়।
বিশদ…
গত ১৫-২০ বছর ধরে নিজস্ব স্টাইলে চা তৈরি করে নেটিজেনদের মধ্যে এমনিতেই বেশ পরিচিত ডলি চায়ওয়ালা। কেতাদুরস্ত জামা, সঙ্গে হলুদ রঙের সানগ্লাসে আবার অনন্য স্টাইল স্টেটমেন্টও রয়েছে তাঁর। এমনিই জাঁকজমকপূর্ণ ‘লুক’ তাঁর যে অনেকে ডলিকে ‘ভারতের জ্যাক স্প্যারো’ বলেও ডাকছেন। তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে। সেখানেও একাধিক ভিডিও রয়েছে। কোথাও ‘ফ্যান’-দের সঙ্গে ‘পোজ’ দিতে দেখা যাচ্ছে তাঁকে, কোথাও আবার একসঙ্গে হইহই করতে দেখা যাচ্ছে তাঁদের। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের নাগপুরে গত ১৫-২০ বছর ধরে চা বিক্রি করছেন ডলি। সেখানেই হালে চা পান করতে এসেছিলেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। ডলির সঙ্গে ভিডিও করে ক্যাপশন করেন, ‘ভারতে যে দিকে তাকাবেন সে দিকে নতুনত্ব ছড়িয়ে রয়েছে।’ আসলে, চা বানানো নিয়েও যে এত রকম কারিকুরি করা যায়, সেটিই তুলে ধরতে চেয়েছিলেন গেটস। তার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে।
(Feed Source: abplive.com)