‘একই প্রশ্নের উত্তর বার বার দেব না’, CID কে সোজা বলে দিলেন শাহজাহান !

‘একই প্রশ্নের উত্তর বার বার দেব না’, CID কে সোজা বলে দিলেন শাহজাহান !

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : সন্দেশখালিতে ( Sandeshkhali ) ইডির ( ED )  ওপরে হামলার ঘটনার ৫৫ দিন পর, অবশেষে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। ভিন রাজ্য বা দূরের কোনও জায়গা থেকে নয়, মিনাখাঁ থেকে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গ্রেফতারির পরেও তিনি যেন অকুতোভয়! পুলিশের হাতে ধরা পড়েছেন ঠিকই,  কিন্তু সন্দেশখালির ‘সম্রাট’ শেখ শাহজাহানের মেজাজের যেন কোনও পরিবর্তন হয়নি! আদালত চত্বরে তিনি হাঁটলেন আগে আগে, আর পিছনে গুটি গুটি পুলিশ। তাদের পিছনে ফেলে যেভাবে গটগটিয়ে হেঁটে চলে গেলেন তিনি, তাতে তাঁর সেই শরীরী ভাষা নিয়ে  তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এখানেই শেষ নয়, সিআইডি হেফাজতেও সেই বাদশাহী মেজাজ শাহজাহানের। তিনি নাকি কোনওরকম সাহায্যই করছেন না। চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবারই পুলিশ আদালতে জানিয়েছে,  ED-র ওপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল?  সিআইডি সূত্রে খবর, মুখে পুরোপুরি কুলুপ এটেছেন ধৃত তৃণমূল নেতা।

কার নির্দেশে এই হামলা ?   কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা। সূত্রের খবর, শাহজাহান বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্য়েই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

সিআইডি সূত্রে খবর, খাবার খাচ্ছেন না শেখ শাহজাহান। বৃহস্পতিবার সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মেডিক্য়াল টেস্ট করা হয়।

বৃহস্পতিবার গ্রেফতারের পরও হাঁটাচলার মধ্য়ে ঔদ্ধত্য আর স্পর্ধার প্রতিফলন দেখেছেন বিরোধীরা।  রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতি থেকে শুরু করে
শ্লীলতাহানি, অবৈধভাবে জমি দখল, ভেড়ি বানানো সহ,  যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ…সেই তাঁরই আদালত চত্বরে শরীরী ভাষা টানটান । তার এই ভঙ্গিমাগুলি নিয়ে কথা উঠেছে।

(Feed Source: abplive.com)