এদিন আরামবাগে (modi in arambagh) সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) বলেন, ‘আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে। আমরা চাইছি এইরাজ্যে রেলের আধুনিকীকরণ করতে। এর ফলে রেল পরিবহণ আরও উন্নত হবে। দেশে উন্নয়নে গতি আনাই আমাদের লক্ষ্য।’ মোদির মুখে উঠে এসেছে কলকাতা বন্দরের প্রসঙ্গও। বাংলার জন্য় রেলে বিপুল বরাদ্দ হয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।’
পাশাপাশি রাজ্যে রেল প্রকল্প না এগনো নিয়েও উষ্মা প্রকাশ করে মোদি ( PM Modi Bengal Visit) বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি’। বাংলায় রেলের কাজ নিয়ে রাজ্যের সঙ্গে একাধিক জায়গায় জমি জট রয়েছে। সেই কারণেই একাধিক প্রকল্প থমকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহেই এমন বক্তব্য়?
(Feed Source: abplive.com)