চুপিসাড়ে বিয়ের পর রায় পরিবারে বধূবরণ! সত্যজিতের নাতির রিসেপশনের প্রথম ছবি

চুপিসাড়ে বিয়ের পর রায় পরিবারে বধূবরণ! সত্যজিতের নাতির রিসেপশনের প্রথম ছবি

চুপিসাড়ে বিয়ে সেরেছেন দিন দশেক আগেই। ১লা মার্চ অনুষ্ঠিত হল বিশ্ববরেণ্য় পরিচালক সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের বিয়ের রিসেপশন। রায় পরিবার এদিন স্বাগত জানালো তাঁদের পুত্রবধূ সৃজাতাকে। সত্যজিৎ রায়ের নাতবউয়ের সঙ্গে আলাপ জমাতে এদিন টলি ক্লাবে পৌঁছেছিল রায় পরিবারের ঘনিষ্ঠরা।

১২ বছরের বান্ধবী সৃজাতার সঙ্গে নিজের বাড়িতেই আইনি বিয়ে সেরে সারেন সন্দীপ ও ললিতা রায়ের একমাত্র ছেলে সৌরদীপ। বেহালার মেয়ে সৃজাতা। এক রেডিও চ্যানেলে একসঙ্গে ইনটার্নশিপ করতে গিয়েই আলাপ তাঁদের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে তাতেই প্রেমের রং লাগে। দীর্ঘদিনের সম্পর্ককে আগেই আইনি নাম দিয়েছেন,আর নতুন জীবনের উদযাপনটা প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলেন দুজনে।

রিসেপশনের আসরে একদম সাদামাটা বাঙালি সাজে দেখা মিলল বর-কনের। সন্দীপ রায় পুত্রের পরনে লাল রঙা পাঞ্জাবি আর সাদা ধুতি। কাঁধে ঝুলছে শাল। খাঁটি বাঙালি লুকে সৌরদীপ। মেরুন রঙের সিল্কের শাড়ি এই দিনের জন্য বেছেছেন সৃজাতা। হালকা সাজেই দেখা মিলল তাঁর। গলা ভর্তি সোনার হার, হাতে সোনার চুর। স্নিগ্ধ সাজে পাওয়া গেল সত্যজিতের নাতবউকে।

রিসেপশনের আসরে সৌরদীপ-সৃজাতা (ছবি সৌজন্যে-ফেসবুক, সৌরদীপ বন্দ্যোপাধ্যায়)

সৌরদীপ তাঁর বাবার সঙ্গে নানান কাজে সহযোগিতা করছেন। সন্দীপ রায়ের একাধিক ছবির স্থির চিত্রগ্রাহক সৌরদীপ। বাবা বা ঠাকুরদার মতো ফিল্ম মেকিং নয়, বরং ফটোগ্রাফিতেই ঝোঁক তাঁর। তবে বাবার সহকারী হিসাবে কাজ করছেন সৌরদীপ। রিসেপশনের আসরেও ফটোগ্রাফার বন্ধুদের সঙ্গে পোজ দেওয়ার সময় ক্যামেরা হাতে সৌরদীপ!

ছেলের বিয়ের রিসেপশনেও একদম সাদা-মাটা বেশে সন্দীপ রায়। অতিথি আপায়্যণে ব্যস্ত তিনি। কারুর অনুরোধ ফেললেন না, জমিয়ে পোজও দিলেন ছবির জন্য। দেখনদারি পছন্দ নয় সৌরদীপ, সৃজাতার, তাই আয়োজনের বহর সীমিত রেখেছেন তাঁরা। রিসেপশনে দেখা মিলল সন্দীপ রায়ের ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর। নবদম্পতিকে আর্শীবাদ দিতে পৌঁছেছেন তিনি।

(Feed Source: hindustantimes.com)