চুপিসাড়ে বিয়ের পর রায় পরিবারে বধূবরণ! সত্যজিতের নাতির রিসেপশনের প্রথম ছবি
চুপিসাড়ে বিয়ে সেরেছেন দিন দশেক আগেই। ১লা মার্চ অনুষ্ঠিত হল বিশ্ববরেণ্য় পরিচালক সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের বিয়ের রিসেপশন। রায় পরিবার এদিন স্বাগত জানালো তাঁদের পুত্রবধূ সৃজাতাকে। সত্যজিৎ রায়ের নাতবউয়ের সঙ্গে আলাপ জমাতে এদিন টলি ক্লাবে পৌঁছেছিল রায় পরিবারের ঘনিষ্ঠরা। ১২ বছরের বান্ধবী সৃজাতার সঙ্গে নিজের বাড়িতেই আইনি বিয়ে সেরে সারেন সন্দীপ ও ললিতা রায়ের একমাত্র ছেলে সৌরদীপ। বেহালার মেয়ে সৃজাতা। এক রেডিও চ্যানেলে একসঙ্গে ইনটার্নশিপ করতে গিয়েই আলাপ তাঁদের। সেখান থেকেই বন্ধুত্ব, পরে তাতেই প্রেমের রং লাগে। দীর্ঘদিনের…