আজই রাজ্যে প্রধানমন্ত্রী, কাল কখন কী কর্মসূচি ?

আজই রাজ্যে প্রধানমন্ত্রী, কাল কখন কী কর্মসূচি ?

কলকাতা : রাজ্যে বাড়ছে লোকসভা ভোটের উত্তাপ। ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনকয়েক আগেই তিনি হুগলির আরামবাগ ও নদিয়ার কৃষ্ণনগরে সভা করে গেছেন। একাধিক ইস্যুতে বিঁধেছেন তৃণমূলকে। ফের একবার রাজ্যে আসছেন তিনি। আগামীকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে সভা করবেন মোদি। তার আগে আজই কলকাতায় পৌঁছে যাচ্ছেন। ভুবনেশ্বর থেকে সন্ধে ৬টা ৫৫ মিনিট নাগাদ কলকাতায় বিমানবন্দরে নামার কথা তাঁর। সন্ধে ৭টা নাগাদ বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দেবেন মোদি।

প্রধানমন্ত্রীর সফর-সূচি-

৫ মার্চ (মঙ্গলবার)-

সন্ধে ৫টা ৫০ মিনিট- ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর থেকে রওনা

৬টা ৫৫ মিনিট- কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন

সন্ধে ৭টা- কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে রওনা

৭টা ৪০ মিনিট- রাজভবনে পৌঁছনোর কথা

৭টা ৪০ মিনিটের পরবর্তী সময় : নাইট হল্ট (রিজার্ভড)

৬ মার্চ (বুধবার)-

সকাল ১০টা- সড়কপথে রাজভবন থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী

১০টা ১৫ মিনিট- অনুষ্ঠানস্থলে পৌঁছবেন

১০টা ১৫ মিনিট- ১০টা ৪৫ মিনিট- ভিত্তিপ্রস্থর স্থাপন/উদ্বোধন/কলকাতা থেকে দেশকে একাধিক প্রকল্প উৎসর্গ করবেন

১০টা ৫০ মিনিট- সড়কপথে অনুষ্ঠানস্থল থেকে রওনা

১০টা ৫৫ মিনিট- পৌঁছবেন কলকাতার হেলিপ্যাডে

বেলা ১১টা- কলকাতা হেলিপ্যাড থেকে MI-17 হেলিকপ্টারে রওনা

১১টা ২০ মিনিট- বারাসাত হেলিপ্যাডে নামবেন

১১টা ২৫ মিনিট- সড়কপথে বারাসাত হেলিপ্যাড থেকে রওনা

১১টা ৩০ মিনিট- জনসভা স্থলে পৌঁছনোর কথা

১১টা ৩০ মিনিট- ১২টা ৩০ মিনিট- বারাসাতে জনসভা (সরকারি অনুষ্ঠান নয়)

১২টা ৩৫ মিনিট- সড়কপথে জনসভা স্থল থেকে বেরনোর কথা

১২টা ৪০ মিনিট- বারাসাত হেলিপ্যাডে পৌঁছবেন

১২টা ৪৫ মিনিট-  MI-17 হেলিকপ্টারে বারাসাত হেলিপ্যাড থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী

দুপুর ১টা ৫ মিনিট- কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা

১টা ১০ মিনিট- কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন

২টো ৪০ মিনিট- উত্তর প্রদেশের খুশিনগর বিমানবন্দরে পৌঁছবেন।

বুধবার কলকাতায় ১৫ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি পরিবহণ প্রকল্পের (Kolkata Metro Projects Inauguration) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের আশা, এর ফলে মহানগরে যান-চলাচলের চাপ কমবে, বাড়বে যাত্রী-স্বাচ্ছন্দ্য। উদ্বোধনের আগে প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের মনে উৎসাহ তুঙ্গে।

(Feed Source: abplive.com)