ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত হতেই, ‘এক্স’-এ মিমের ছড়াছড়ি!

ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত হতেই, ‘এক্স’-এ মিমের ছড়াছড়ি!

নয়াদিল্লি: মঙ্গলবার, ভারতীয় সময় অনুযায়ী, ঘড়িতে তখন রাত সাড়ে ৮টার কাছাকাছি। আচমকা থমকে গেল বিশ্বসুদ্ধ সকলের ‘সামাজিক’ জীবন! হঠাৎ বন্ধ হয়ে গেল ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), মেসেঞ্জার (Messenger)। এই সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বিশেষত ফেসবুক, ইনস্টাগ্রাম সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই বহু ব্যবহৃত সোশ্যাল মিডিয়াই কি না ‘বন্ধ’! তবে এখনও বহাল তবিয়তে চলছে এলন মাস্কের ‘এক্স’ (Elon Musk’s X)। আর সেখানেই বইছে মিমের বন্যা (Memes)। ‘মেটা’র অধীনস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম কাজ না করলেও চলছে ট্যুইটার। আর তাতেই একগুচ্ছ মিম।

ব্যহত ‘মেটা’ পরিষেবা, ‘এক্স’ জুড়ে মিমের বন্যা

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও থ্রেডস। প্রায় ঘণ্টা দেড়েক পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা, প্রথমে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম। তবে এরই মাঝে গোটা এক্স জুড়ে ভাইরাল অজস্র মিম।

‘এক্স’ কর্তা এলন মাস্কের অফিসিয়াল হ্যান্ডল ভরে ওটে কটাক্ষ করা পোস্টে। একটি পোস্টে তিনি লেখেন, ‘আপনি এই পোস্টটি পড়তে পারছেন কারণ আমাদের পরিষেবা ঠিকঠাক কাজ করছে।’ এরপরে তিনি মজা করে একটি ছবি পোস্ট করেন যেখানে চারটি পেঙ্গুইন দেখা যাচ্ছে। তাদের মধ্যে তিনজনের গায়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডসের লোগো। একজন একটু তফাতে চোখে সানগ্লাস পরে এক্সের লোগো নিয়ে দাঁড়িয়ে!

শুধু এলন মাস্কই নন, একাধিক এক্স ব্যবহারকারী এদিন ভরে ভরে মিম পোস্ট করতে থাকেন এই মাধ্যমে।

আরও পড়ুন: Facebook Service Resumed: প্রায় দেড় ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফেসবুক পরিষেবা

(Feed Source: abplive.com)