হ্যারি কেনের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন, শেষ আটে PSG-ও

হ্যারি কেনের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন, শেষ আটে PSG-ও

লাজিওর বিরুদ্ধে প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে পরাজিত হলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া আটকাল না বায়ার্ন মিউনিখের। মঙ্গলবার ফিরতি লেগের প্রি-কোয়ার্টারে দাপুটে জয় তুলে নেয় বায়ার্ন। তারা ঘরের মাঠে বিধ্বস্ত করে ইতালিয়ান প্রতিপক্ষকে।

অন্যদিকে প্যারিস সাঁ-জা প্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। তারা অ্যাওয়ে ম্যাচের মতো প্রি-কোয়ার্টারের হোম লেগেও হারিয়ে দেয় রিয়াল সোসিয়েদাদকে। বায়ার্নের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হ্যারি কেন। অন্যদিকে পিএসজি-কে কোয়ার্টার ফাইনালে তোলেন কিলিয়ান এমবাপে।

বায়ার্ন মিউনিখ বনাম লাজিও প্রি-কোয়ার্টার:-

লাজিওর বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ০-১ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। নিজেদের ডেরায় ইমমোবিলের পেনাল্টি গোলে বায়ার্নকে হারিয়ে দেয় লাজিও। এবার ফিরতি লেগে বায়ার্ন ৩-০ গোলে উড়িয়ে দেয় লাজিওকে।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩৮ মিনিটের মাথায় নিজের তথা দলের হয়ে প্রথম গোল করেন হ্যারি কেন। ৪৫+২ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল করেন থমাস মুলার। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন হ্যারি কেন। ৬৬ মিনিটের মাথায় তিনি লাজিওর জালে দ্বিতীয়বার বল জড়ান এবং ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন করেন ৩-০। সুতরাং, দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে প্রি-কোয়ার্টার ফাইনালের বাধা টপকে যায় বায়ার্ন এবং তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।

পিএসজি বনাম রিয়াল সোসিয়েদাদ প্রি-কোয়ার্টার:-

রিয়াল সোসিয়েদারের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ২-০ গোলে জয় তুলে নেয় প্যারিস সাঁ-জা। সোসিয়েদাদের ঘরের মাঠে ১টি করে গোল করেন এমবাপে ও ব্র্যাডলি। এবার ফিরতি লেগে নিজেদের ডেরায় ২-১ গোলে জয় পায় পিএসজি।

ফিরতি লেগে একজোড়া গোল করেন এমবাপে। ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে প্যারিস। ১৫ মিনিটের মাথায় সোসিয়েদাদের জালে বল জড়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে উভয় দল ১টি করে গোল করে। ৫৬ মিনিটের মাথায় ম্যাচে নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন কিলিয়ান। ৮৯ মিনিটের মাথায় সোসিয়েদাদের হয়ে গোল করে ব্যবধান কমান মিকেল মেরিনো। সুতরাং, দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে নেয় প্যারিস সাঁ-জা এবং সেই সুবাদে তারা শেষ আটের টিকিট পকেটে পোরে।

উল্লেখ্য, বায়ার্ন মিউনিখের হ্যারি কেন এবং প্যারিস সাঁ-জার কিলিয়ান এমবাপে এবারের চ্যাম্পিয়ন্স লিগে যুগ্মভাবে সব থেকে বেশি গোল করেছেন। তাঁরা এখনও পর্যন্ত প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৬ বার করে।

(Feed Source: hindustantimes.com)