জীবনে প্রথমবার লাল কার্ড দেখলেন নয়্যার, জার্মান কাপ থেকে বিদায় বায়ার্নের
বেয়ার লেভারকুসেনের কাছে হেরে জার্মান কাপ থেকে বিদায় নিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতের ম্যাচ সাক্ষী থাকল আরও এক ঘটনার। নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। নিজের জীবনের ৮৬৬টি ফুটবল গেমে এর আগে কোনও দিন লাল কার্ড দেখতে হয়নি এই জার্মান গোল রক্ষককে। ম্যাচে শুরুটা ভালোই করেছিল বায়ার্ন। কিন্তু অঘটন ঘটে যায় ১৭ মিনিটের মাথায়। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলার জেরিমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তাঁর জায়গায় গোলকিপিং করতে আসেন ইজরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেটজ। বায়ার্নে…



